সাকিব, তামিমদের বিশ্ব একাদশে রনকি, ম্যাকক্লেনাগান

লুক রনকি ও মিচেল ম্যাকক্লেনাগানকে দিয়ে পূর্ণ হল বিশ্ব একাদশ। ঘূর্ণিঝড়ে আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করার ম্যাচে সাকিব আল হাসান, তামিম ইকবালদের সঙ্গে খেলবেন নিউ জিল্যান্ডের এই দুই ক্রিকেটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 02:07 PM
Updated : 7 May 2018, 05:01 PM

গত বছর ক্যারিবিয়ানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামগুলোর সংস্কারের জন্য ৩১ মে লর্ডসে বিশেষ একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করছে আইসিসি। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ বিশ্ব একাদশ দলে ডাক পেয়েছেন ৭ দেশের ১১ ক্রিকেটার।

বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মর্গ্যান। বিশ্ব একাদশে খেলা নিশ্চিত করেছিলেন ভারতের দিনেশ কার্তিক, হার্দিক পন্ডিয়া, পাকিস্তানের শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও আফগানিস্তানের রশিদ খান। তাদের সঙ্গে যুক্ত হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রনকি ও বাঁহাতি পেসার ম্যাকক্লেনাগান।

ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করার ম্যাচটি পেয়েছে আন্তর্জাতিক মর্যাদা। তাই সংক্ষিপ্ত সময়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে গত জুনে জাতীয় দলকে বিদায় বলে দেওয়া ৩৭ বছর বয়সী রনকির।

কার্লোস ব্র্যাথওয়েটের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দলের নামও ঘোষিত হয়েছে কদিন আগে। ক্রিস গেইল, মারলন স্যামুয়েলসরা তো আছেনই, এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

গত বছর হারিকেন আরমা ও মারিয়ায় ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, ডমিনিকার উইন্ডসর পার্কসহ মোট ৫টি স্টেডিয়ামকে সাহায্য করা হবে এই চ্যারিটি ম্যাচ থেকে পাওয়া অর্থে।

বিশ্ব একাদশ দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), তামিম ইকবাল, লুক রনকি, সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, থিসারা পেরেরা, রশিদ খান, মিচেল ম্যাকক্লেনাগান।