দিল্লিকে হারিয়ে শীর্ষে সাকিবরা

দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সবার উপরে উঠে এসেছিল চেন্নাই সুপার কিংস। পরের ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে শীর্ষে ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2018, 06:25 PM
Updated : 5 May 2018, 06:27 PM

রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে শনিবার ৭ উইকেটে জিতেছে কেন উইলিয়ামসনের দল। ১ বল বাকি থাকতে ১৬৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

বোলিংয়ে আবার উইকেটশূন্য সাকিব আল হাসান। চার ওভার থেকে তিনি দেন ৩৪ রান। দিল্লির বিপক্ষে ব্যাটিংয়ে নামতে হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারকে। 

উপলের রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৩ রান করে দিল্লি।

৩৬ বলে ৬৫ রানের টর্নেডো ইনিংসে দলকে উড়ন্ত সূচনা এনে দেন পৃথবি শ। অধিনায়ক শ্রেয়াস আয়ার করেন ৪৪ রান করে। শেষের দিকে বিজয় শঙ্করের ঝড়ো ২৩ রানে লড়াইয়ের পুঁজি গড়ে দিল্লি।

প্রথম তিন ওভারে ৩০ রান দেওয়া সাকিব নিজের শেষ ওভারে দেন মাত্র ৪ রান।

রান তাড়ায় ৯ ওভারে ৭৬ রানের উদ্বোধনী জুটিতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন অ্যালেক্স হেলস ও শিখর ধাওয়ান। হেলস ফিরেন ৪৫ রান করে, ধাওয়ান করেন ৩৩ রান।

এক ছক্কায় ৩০ বলে অপরাজিত ৩২ রান করেন অধিনায়ক উইলিয়ামসন। শেষ দিকে নেমে বিধ্বংসী এক ইনিংসে ব্যবধান গড়ে দেন ইউসুফ পাঠান। ১২ বলে দুটি করে ছক্কা-চারে তিনি করেন অপরাজিত ২৭ রান।

এই জয়ে ৯ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১৪। ১০ ম্যাচে সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে দুই নম্বরে চেন্নাই। সমান ম্যাচে সপ্তম হারের স্বাদ পাওয়া দিল্লি ৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।