রুমানা, ফারজানার সেঞ্চুরির পর ফাহিমার ৮ উইকেট

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা দারুণ হল বাংলাদেশের মেয়েদের। নর্থ ওয়েস্ট ওমেন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন রুমানা আহমেদ ও ফারজানা হক। তাদের ব্যাটে বড় সংগ্রহ পাওয়ার পর ৮ উইকেট নিয়ে দলকে বড় জয় এনে দিয়েছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2018, 01:05 PM
Updated : 2 May 2018, 03:40 PM

ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৯০ রানে জিতেছে বাংলাদেশ। রুমানাদের ২ উইকেটে করা ২৭০ রান তাড়া করতে গিয়ে ৪৫ ওভার ৪ বলে ১৮০ রানে গুটিয়ে যায় নর্থ ওয়েস্ট ওমেন দল।

রান তাড়ায় ৩৭ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হয় স্বাগতিকদের। নবম ওভারে টানিয়া ক্রনিয়েকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন পেসার জাহানারা আলম।

৮১ বলে ১১ চারে ৬২ রানের ইনিংসে দলকে ১ উইকেটে ৯৪ রানের ভালো অবস্থানে নিয়ে যান অধিনায়ক টাজমিন ব্রিটস। তাকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট নেন ফাহিমা। লেগ স্পিনে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে পরের ওভারে নেন ২ উইকেট।

এক ওভার বিরতিতে আবার আঘান হানেন ফাহিমা। এবার এক ওভারে ফেরান তিন জনকে। পরে দুই ওভারে ফিরিয়ে দেন আরও দুই জনকে। তার ছোবলে এলোমেলো হয়ে যায় নর্থ ওয়েস্টের মিডল আর লোয়ার অর্ডার। পাঁচ জন খুলতেই পারেননি রানের খাতা।

ফাহিমার দারুণ বোলিংয়ের সামনে টিকতে পেরেছেন কেবল একজন। এলরিসা ফুরি অপরাজিত থাকেন ৬৪ রানে। তার ৬৬ বলের ইনিংসটি গড়া ১২ চারে।

১০ ওভারে ৬ মেডেনসহ মাত্র ৫ রানে ৮ উইকেট নেন ফাহিমা। জাহানারা ১ উইকেট নেন ১৯ রানে। অফ স্পিনার খাদিজা তুল কুবরা ১ উইকেট নেন ৪৩ রানে।

এর আগে পচেফস্ট্রুমের নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর মাঠে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার ফিরে যান ৪ রানে। গোল্ডেন ডাকের স্বাদ পান মুর্শিদা খাতুন। সানজিদা ইসলাম করেন ৪ রান।

তৃতীয় ওভারে জুটি বাঁধেন ফারজানা ও রুমানা। শুরুতে দুই জনই ছিলেন সতর্ক। দলের সংগ্রহ পঞ্চাশ ছোঁয় ১৭তম ওভারে। রান তিন অঙ্কে যায় ২৭তম ওভারে।

পঞ্চাশ ছুঁতে দুই জনই হাঁকান ৬টি করে চার। রুমানা খেলেন ৮২ বল। ফারজানার লাগে ১১৮ বল। দলের রান তিন অঙ্ক ছোঁয়ার পর রানের গতি বাড়ান দলের দুই ব্যাটিং ভরসা। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুই জনে উপহার দেন ২৬৬ রানের দারুণ জুটি।

৩৬তম ওভারে দেড়শ রানে যায় অতিথিদের সংগ্রহ। ৪৫তম ওভারের প্রথম বলে দলের সংগ্রহ স্পর্শ করে দুইশ রান। শেষ ৬ ওভারে যেন ঝড় বয়ে যায় নর্থ ওয়েস্টের বোলারদের ওপর দিয়ে।

১৩০ বলে সেঞ্চুরিতে যান রুমানা। শেষ পর্যন্ত ১৪৪ বলে ২০টি চারে অপরাজিত থাকেন ১৩৬ রানে।

ফিফটি করতে অনেক বেশি বল খেলে ফেলা ফারজানাও শেষে তুলেন ঝড়। শেষ পর্যন্ত ১৪৩ বলে ১০টি চারে করেন অপরাজিত ১০২ রান। তার শেষ ৫০ রান আসে মাত্র ২৫ বলে।

আগামী শুক্রবার পচেফস্ট্রুমে হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।