আইপিএলের শীর্ষে সাকিবরা

প্রথম বলে চার হাঁকিয়ে শুরুটা দারুণ ছিল সাকিব আল হাসানের। তবে ফিরে যান খানিক পরেই। ব্যাটিংয়ে আরেকটি সুযোগ হারানোর দিনে বোলিংয়ে পাননি কোনো উইকেট। তবে রাজস্থান রয়্যালসকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2018, 02:06 PM
Updated : 29 April 2018, 02:27 PM

রোববার রাজস্থানকে ১১ রানে হারিয়েছে হায়দরাবাদ। ১৫২ রানের লক্ষ্য তাড়ায় ১৪০ রান করে অজিঙ্কা রাহানের দল।

এই জয়ে ৮ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১২। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেন্নাই সুপার কিংস। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে রাজস্থান। রাজস্থান রয়্যালসকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ।

জয়পুরে রোববার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানকে হারায় হায়দরাবাদ। অ্যালেক্স হেলসের সঙ্গে ৯২ রানের জুটিতে দলকে ১ উইকেটে ১০৯ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান কেন উইলিয়ামসন।

আইপিএল অভিষেকে ৩৯ বলে ৪৫ রান করে ফিরেন ইংলিশ ওপেনার হেলস। পরের ওভারে নিউ জিল্যান্ড অধিনায়ককে কট বিহাইন্ড করেন তার স্বদেশি লেগ স্পিনার ইশ সোধি। উইলিয়ামসনের ৪৩ বলে খেলা ৬৩ রানের ইনিংসে ৭টি চারের পাশে ছক্কা দুটি।

ছবি: বিসিসিআই

ক্রিজে এসেই সোধিকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন সাকিব। তবে এরপর যেতে পারেননি বেশি দূর। জফরা আর্চারের ইয়র্কারে বোল্ডে ফিরে যান ৬ বলে ৬ রান করে।

ভালো শুরুর সুবিধা নিতে পারেননি হায়দরাবাদের পরের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি ৭ উইকেটে করে ১৫১ রান।

রাজস্থান ইনিংসের দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন সাকিব। সেই ওভারে দেন ৯ রান। সপ্তম ওভারে আক্রমণে ফিরে দেন ৭ রান, পরের ওভারে ৯। কোটা শেষ করেন নিজের সবচেয়ে আঁটসাঁট ওভার দিয়ে। দ্বাদশ ওভারে ফিরে দেন মাত্র ৫ রান। সব মিলিয়ে ৩০ রান দিয়ে উইকেটশূন্য।

রাহানের সঙ্গে ৬২ রানের জুটিতে দলকে ১ উইকেটে ৭২ রানের ভালো ভিতের ওপর দাঁড় করান সঞ্জু স্যামসন। ৩০ বলে তিনি ৪০ রান করে ফিরে যাওয়ার পর অন্যদের কাছ থেকে খুব একটা সহায়তা পাননি রাহানে।

জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান। বাসিল থাম্পির সেই ওভারে ৯ রানের বেশি নিতে পারে রাজস্থান।

শেষ পর্যন্ত ক্রিজে থেকেও দলকে জেতাতে পারেননি রাহানে। রাজস্থান অধিনায়ক ৫৩ বলে অপরাজিত থাকেন ৬৫ রানে।

হায়দরাবাদের পেসার সিদ্ধার্থ কাউল ২৩ রানে নেন ২ উইকেট। আরেক পেসার সন্দীপ শর্মা চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ১ উইকেট।