বল হাতে দলে অবদান রাখার জন্য সেরা অবস্থায় আছেন বলে মনে করছেন ইংলিশ অধিনায়ক।
বিপিএলের গত আসরে রশিদ ও মুজিব ছিলেন তামিমের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। বাঁহাতি এই ওপেনার খুব ভালো করেই জানেন ব্যাটসম্যানদের কতটা ভোগাতে পারেন দুই আফগান স্পিনার।
লেগ স্পিনার রশিদ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলছেন সাকিব আল হাসানের সঙ্গে। ১৭ বছর বয়সী মুজিব আলো ছড়াচ্ছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে।
বাংলাদেশের বিপক্ষে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি অফ স্পিনার মুজিবের। তবে তার স্পিন ভুগিয়েছে অনূর্ধ্ব-১৯ দলকে। রশিদ ২০১৬ সালে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলে ১৫.৮৫ গড়ে নেন ৭ উইকেট। তামিম জানান, দুই স্পিনারের জন্য পরিকল্পনা থাকবে তাদের।
“একটা ইতিবাচক দিক হচ্ছে ওরা আমাদের বিপিএলেও খেলে। একটু হলেও ধারণা আছে। আমরা অবশ্যই কাজ করব তাদের নিয়ে। যখন আবার সবাই একত্র হব তাদের নিয়ে পরিকল্পনা হবে।”