ইমরুলের তৃপ্তি, ইমরুলের আক্ষেপ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2018 07:05 PM BdST Updated: 25 Apr 2018 07:05 PM BdST
কঠিন সময় যেভাবে পার করে দলকে দৃঢ় অবস্থানে নিয়ে যেতে পেরেছেন তাতে খুশি ইমরুল কায়েস। তবে নিজেদের ইনিংস আরও বড় করতে না পারার আক্ষেপও আছে বাঁহাতি এই ব্যাটসম্যানের।
উত্তরাঞ্চলের তিন পেসার শফিউল ইসলাম, ফরহাদ রেজা ও আরিফুল হককে চমৎকারভাবে সামাল দেন ইমরুল। দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও সোহরাওয়ার্দী শুভকে খেলেন অনায়াসে।
উইকেট ব্যাটিংয়ের জন্য খুব একটা সহজ ছিল না। স্পিনাররা বেশ টার্ন পেয়েছেন। উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া থাকায় ভালো সুইং পেয়েছেন পেসাররাও। সব চ্যালেঞ্জ দারুণভাবে সামাল দিয়েছেন ইমরুল।
আগের দিন ফিফটি পাওয়া বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান দ্বিতীয় দিন কট বিহাইন্ড হন লাঞ্চের আগে দ্বিতীয় শেষ ওভারে। তার আগেই তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৭তম সেঞ্চুরি। দ্বিতীয় দিনের খেলা শেষে নিজের আউট নিয়ে হতাশার কথা জানান তিনি।
“হ্যাঁ, অবশ্যই (হতাশাজনক)। আমি ওই সময়ে আরও বড় ইনিংস খেলতে পারতাম। কারণ, তখন উইকেটে থিতু হয়ে গেছিলাম। বলটা একটু লাফ দিয়েছিল বলে হয়তো (ঠিক মতো) কানেক্ট করতে পারিনি।”

১০৭ রান করে ফিরেন ইমরুল। দুই দলের আগের দেখায়ও সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। রাজশাহীর সেই ম্যাচে ১১৮ রান করে বোল্ড হয়েছিলেন তাইজুলের বলে।
“আগের ইনিংসটাও বড় হতে পারত। আমার মনে হয়, আমি যদি দেড়শ রান করতে পারতাম আমার জন্য ভালো হত, আমার দলের জন্য ভালো হত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং আছে, আশা করি সেখানে এমন একটা ইনিংস খেলতে পারব।”
প্রথম ইনিংসে ১৮৭ রানে গুটিয়ে যাওয়া উত্তরাঞ্চল দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে করেছে ৩২ রান। এর আগে ৮ উইকেটে ৩৬৫ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। ম্যাচের যা পরিস্থিতি তাতে জেতার খুব ভালো সম্ভাবনা দেখছেন ইমরুল।
“প্রথম ইনিংসে আমরা ভালো বোলিং করেছি। যদি আমরা দ্বিতীয় ইনিংসেও তেমন বোলিং করতে পারি তাহলে ওদের কম রানেই অলআউট করতে পারব। আমি মনে করি, কালকের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে আমাদের খুব ভালো সম্ভাবনা থাকবে।”
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
-
ছক্কার সেঞ্চুরিতে গিলক্রিস্টকে ছুঁয়ে ম্যাককালামের কাছে স্টোকস
-
৫ বছর পর বাদ পড়লেন মুমিনুল
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- পদ্মা সেতু: এক নজরে
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)