ইমরুলের সেঞ্চুরি, এনামুলের আক্ষেপ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2018 05:58 PM BdST Updated: 25 Apr 2018 06:33 PM BdST
আগের দিন এক তালে এগোনো দুই ব্যাটসম্যান পরের দিন খেললেন দুই রকমের ক্রিকেট। সাবলীল ব্যাটিংয়ে ইমরুল কায়েস তুলে নিলেন সেঞ্চুরি। হঠাৎ ছন্দ হারিয়ে ফেলা এনামুল হক ফিরলেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে।
শেষ বেলায় ৮ ওভার বোলিং করে উইকেট পায়নি দক্ষিণাঞ্চল। নিরাপদে কঠিন সময়টা পার করে দেন মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিক। তাদের দৃঢ়তায় বিনা উইকেটে ৩২ রানে দ্বিতীয় দিন শেষ করেছে উত্তরাঞ্চল।
১৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা উত্তরাঞ্চল ব্যবধান কমিয়ে এনেছে ১৪৬ রানে। মিজানুর ১৭ ও জুনায়েদ ১৪ রানে ব্যাট করছেন।
এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বুধবার ১ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণাঞ্চল। প্রথম ঘণ্টা অনায়াসে কাটিয়ে দেন আগের দিন ফিফটি পেয়ে যাওয়া দুই ব্যাটসম্যান এনামুল ও ইমরুল।
প্রথম দিনের শেষ দিকে দ্রুত রান তুলে ইমরুলকে ছাড়িয়ে যান এনামুল। দ্বিতীয় দিন প্রথম ঘণ্টায় আবার এগিয়ে যান ইমরুল। স্পিনে তার ফুটওয়ার্ক ছিল দারুণ। শট খেলেছেন উইকেটের চারপাশে। উত্তরাঞ্চলের কোনো বোলারই ভোগাতে পারেননি তাকে।
সোহরাওয়ার্দী শুভর শর্ট বলে চার হাঁকিয়ে ১৪৭ বলে সেঞ্চুরি স্পর্শ করেন ইমরুল। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৭তম। এরপর বেশিক্ষণ টিকেননি বাঁহাতি ব্যাটসম্যান। ফিরে যান ফরহাদ রেজার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে।

স্টাম্পের বল ফ্লিক করতে গিয়ে ব্যাটে খেলতে পারেননি দক্ষিণাঞ্চলের ওপেনার। ৮৯ রান করে হয়ে যান এলবিডব্লিউ। আগের দিন সাবলীল ব্যাটিং করা এনামুল এদিন স্বচ্ছন্দ ছিলেন না। রানের জন্য সংগ্রাম করতে হয়েছে তাকে। তার ১৭৩ বলের ইনিংসটি গড়া ৭ চার ও দুই ছক্কায়।
ছন্দে থাকা দুই মিডল অর্ডার ব্যাটসম্যান তুষার ইমরান ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে তিনশ ছাড়ায় দক্ষিণাঞ্চলের সংগ্রহ। চমৎকার ব্যাটিং করতে থাকা মিঠুনকে এলবিডব্লিউ করে ৯৫ রানের জুটি ভাঙেন আরিফুল হক।
তাইজুল ইসলামের বলে একবার জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি নুরুল হাসান। বেরিয়ে এসে বাঁহাতি স্পিনারকে উড়ানোর চেষ্টায় মিড অফে ধরা পড়েন বদলি ফিল্ডার সানজামুল ইসলামের হাতে।
অন্য সতীর্থদের মতো উইকেট ছুড়ে আসেন অভিজ্ঞ তুষারও। বোল্ড হন রেজার বেশ বাইরের বল স্টাম্পে টেনে এনে। ১৩১ বলে খেলা তুষারের ৬৫ রানের ইনিংসে ৬টি চারের পাশে ছক্কা একটি।
ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। রেজার লেগ স্টাম্পের বাইরের বলে ফিরে যান ধীমান ঘোষকে ক্যাচ দিয়ে। পরের ওভারে ফিরে নাহিদুল ইসলামকেও কিট বিহাইন্ড করেন রেজা। এই উইকেটের পরই ৮ উইকেটে ৩৬৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন নুরুল।
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তমবারের মতো পাঁচ উইকেট পেলেন রেজা। ৫৭ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৮৭
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ১১৫/১) ১০৫ ওভারে ৩৬৫/৮ ইনিংস ঘোষণা (এনামুল ৮৯, সৌম্য ১২, ইমরুল ১০৭, তুষার ৬৫, মিঠুন ৪৯, নুরুল ১৫, নাহিদুল ১৫, মাশরাফি ৩, রাজ্জাক ৪*; শফিউল ১/৫৯, আরিফুল ১/৫০, রেজা ৫/৫৭, তাইজুল ১/১২২, শুভ ০/৫৭, ফরহাদ ০/১৫)
উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৮ ওভারে ৩২/০ (মিজানুর ১৭*, জুনায়েদ ১৪*; মাশরাফি ০/২৪, রাজ্জাক ০/৮)
-
‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
-
অ্যান্ডারসন ফেরায় বাদ রেকর্ড গড়া ওভারটন
-
একই দলে খেলতে পারেন কোহলি-বাবররা
-
পিসিবির চুক্তিতে ফিরলেন নাসিম-হায়দার
-
‘বাটলার-ম্যাক্সওয়েলদের মতো দীর্ঘকায় ক্রিকেটার নেই আমাদের’
-
টি-টোয়েন্টি দলে যুক্ত হলেন মিরাজ-তাসকিন
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি