মুস্তাফিজদের আবারও হারাল সাকিবরা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2018 12:53 AM BdST Updated: 25 Apr 2018 11:58 AM BdST
-
ছবি: বিসিসিআই
দুই দলের প্রথম লড়াইয়ে দারুণ বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচটি শেষ বলে জিতে নিয়েছিল সাকিব আল হাসানের দল। মুস্তাফিজ খারাপ করলেন না আবারও। তুলনায় আরেকটু ভালো বোলিং করলেন সাকিব। ফিরতি লড়াইও জিতে নিল সাকিবের দল।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স আর সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ বাংলাদেশের ক্রিকেট অনুসারীদের কাছে মুস্তাফিজ আর সাকিবের দলের লড়াই। তাতে দুই বারই জিতল সাকিবের দল। ছোট পুঁজি নিয়ে মুম্বাইকে তাদেরই মাঠে ৩১ রানে হারিয়ে দারুণ এক জয় পেল হায়দরাবাদ।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার ১১৮ রানেই গুটিয়ে গিয়েছিল হায়দরাবাদ। এবারের আইপিএলে তখনও পর্যন্ত সর্বনিম্ন দলীয় স্কোর। ঘণ্টা দেড়েক পরেই সেই রেকর্ডের হাতবদল। ঘরের মাঠে মুম্বাই শেষ ৮৭ রানেই।
৩.৪ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। মৌসুমে প্রথমবার ব্যাটিংয়ে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ১ রানে।
সাকিব রান আউট ২ রানে। পরে বল হাতে নিজের প্রথম ওভারেই নিয়েছেন রোহিত শর্মার মহামূল্য উইকেট। ৩ ওভারে রান দিয়েছেন ১৬।
ওই উইকেটেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে পূরণ করেছেন টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট ও ৪ হাজার রানের ডাবলও।
উইকেট এদিন ব্যাটসম্যানদের জন্য ছিল খানিকটা কঠিন। মন্থর তো ছিলই, সঙ্গে মিলেছে টার্ন ও বাউন্সও। হায়দরাবাদ যদিও স্পিন আসার আগেই ভুগেছে মুম্বাইয়ের পেস বোলিংয়ে।
চোটে আগের ম্যাচ না খেলা শিখর ধাওয়ানকে এই ম্যাচে ফিরে পায় হায়দরাবাদ। কিন্তু বাঁহাতি ওপেনার ফিরে যান দ্বিতীয় ওভারেই। মিচেল ম্যাকক্লেনাগন ওই ওভারে জোড়া শিকার ধরেন ঋদ্ধিমান সাহাকেও ফিরিয়ে।
এরপর মনিশ পান্ডে ও ভরসা হয়ে থাকা কেন উইলিয়ামসনকে ফেরান হার্দিক পান্ডিয়া। আগের তিন ম্যাচে ৫০, ৫৪ ও ৮৪ রান করা উইলিয়ামসন এবার আউট হন ২১ বলে ২৯ রানে।
উইলিয়ামসনের আগেই আউট হয়ে যান সাকিব। ধুঁকতে থাকা দলকে খানিকটা টেনে নেন ইউসুফ পাঠান। ১৯তম ওভারে মুস্তাফিজকে দারুণ একটি ছক্কাও মারেন, যা হায়দরাবাদ ইনিংসের একমাত্র ছক্কা। পরের বলেই আরেকটি ছক্কার চেষ্টায় ধরা পড়েন সীমানায়।
উইকেট সহজ না হলেও ১১৯ রানের লক্ষ্য খুব কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু বাজে ব্যাটিংয়ে নিজেদের কাজ কঠিন করেছে মুম্বাইয়ের ব্যাটসম্যানরাই।
বিস্ফোরক ওপেনার এভিন লুইস ও তিনে নামা ইশান কিশান আউট ৪ ওভারের মধ্যেই। পাওয়ার প্লের মধ্যেই সাকিব ফিরিয়ে দেন রোহিতকে। ষষ্ঠ ওভারে মুম্বাই তখন ৩ উইকেটে ২১।
ওপেনার সূর্য্কুমার যাদব টিকে তখনও। চতুর্থ উইকেটে তিনি ৪০ রানের জুটি গড়েন ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে। হাত থেকে ফসকে যেতে থাকা ম্যাচে হায়দরাবাকে দারুণভাবে ফেরান রশিদ খান। নিজের পরপর দুই ওভারে ফেরান ক্রুনাল ও কাইরন পোলার্ডকে।
ভরসা হয়ে থাকা সূর্যকুমার আউট হয়ে যান ৩৪ রানে। পরের ব্যাটসম্যানরাও পারেননি দলকে উদ্ধার করতে।
আগের দুই ম্যাচে ৪ ওভারে ৫৫ ও ৪৯ রান দেওয়ার দুঃস্বপ্ন ভুলে রশিদ খান এবার ৪ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাসিল থাম্পিও নিয়েছেন দুটি। তিনটি নিয়েছেন সিদ্ধার্থ কাউল।
টানা দুই ম্যাচ হারের পর দারুণ এই জয়ে ঘুরে দাঁড়াল হায়দরাবাদ। ৬ ম্যাচে তাদের জয় ৪টি। সমানে ম্যাচ খেলে ৫টিতেই হেরে তলানির দিকে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই।
-
এবার পিটারসেনদের কাছে হার রফিকদের
-
ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম
-
৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
-
শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
-
ওয়ার্ন-ইমরানদের ছুঁয়ে ক্যালিসের কাছে অশ্বিন
-
গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
-
নীলের তৃষ্ণার ৬ উইকেটে বিধ্বস্ত লাল
-
কোহলির নেতৃত্বের প্রশংসায় ডি ভিলিয়ার্স
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম