ওয়াটসনের বিস্ফোরক সেঞ্চুরি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক দিন। তবে ব্যাটের ধার এখনও খুব কম নয়। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোয় ঝড় তোলেন মাঝেমধ্যেই। শুক্রবার আইপিএলে যেন ফিরে গেলেন নিজের সেরা সময়ে। উপহার দিলেন ঝড়ো এক সেঞ্চুরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 05:05 PM
Updated : 20 April 2018, 05:05 PM

চেন্নাই সুপার কিংসের হয়ে আগের তিন ম্যাচেও ঝড়ের ইঙ্গিত দিয়েছিলেন। তবে বড় করতে পারেননি ইনিংস। এদিন ওয়াটসনের ব্যাটের তেজে পুড়ল রাজস্থান রয়্যালস। পুনেতে ওয়াটসন করেছেন ৫৭ বলে ১০৬। টি-টোয়েন্টিতে তার এটি চতুর্থ সেঞ্চুরি।

ম্যাচের প্রথম ওভারে স্টুয়ার্ট বিনিকে দুই বাউন্ডারিতে শুরু করেছিলেন ওয়াটসন। পরের ওভারে প্রথম ছক্কা মারেন কৃষ্ণাপ্পা গৌতমকে। তৃতীয় ওভারে জয়দেব উনাদকাটকে দুটি ছক্কা। ওয়াটসনের ঝড়ে ৪.৩ ওভারেই পঞ্চাশ ছুঁয়ে ফেলে চেন্নাই।

ওয়াটসন পঞ্চাশ করেছেন ২৮ বলে। পরের পঞ্চাশে ছিলেন আরও গতিময়। লেগেছে ২৩ বল। শেষ পর্যন্ত শেষ ওভারে আউট হয়েছেন ৯ চার ও ৬ ছক্কায় ১০৬ করে।

ফর্মে ফেরার লড়াইয়ে থাকা সুরেশ রায়না তিনে নেমে করেছেন ২৯ বলে ৪৬। টানা চার বলে বাউন্ডারি মেরেছেন বেন স্টোকসকে। শেষ দিকে ১৬ বলে অপরাজিত ২৪ ডোয়াইন ব্রাভো। চেন্নাই ২০ ওভারে করেছে ৫ উইকেটে ২০৪।