লিটনের ব্যাটে পূর্বাঞ্চলের প্রতিরোধ

দ্বিতীয় দিন ঝড় তুললেন দেলোয়ার হোসেন। অষ্টম উইকেটে নুরুল হাসানের সঙ্গে গড়লেন শতরানের জুটি। তাদের ব্যাটে চারশ রানের সংগ্রহ পেল দক্ষিণাঞ্চল। জবাব দিতে নেমে চাপে পড়েছে পূর্বাঞ্চল। ৩ উইকেট হারিয়ে ফেলা দলকে টানছেন লিটন দাস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 01:09 PM
Updated : 11 April 2018, 01:09 PM

বিসিএলের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষে পূর্বাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ৯৫ রান। লিটন অপরাজিত ৬০ রানে। রানের খাতা খুলেননি ইয়াসির আলী চৌধুরী। দলটি এখনও পিছিয়ে ৩০৮ রানে।

এক প্রান্তে অবিচল ছিলেন লিটন। প্রথম চার ব্যাটসম্যানের কেউ তাকে খুব একটা সহায়তা করতে পারেননি। নিজের তিন ওভারের মধ্যে আফিফ হোসেন ও ইমতিয়াজ হোসেনকে ফিরিয়ে দেন কামরুল ইসলাম রাব্বি। দুই ব্যাটসম্যানই হন কট বিহাইন্ড।

অনেক সময় নিয়ে থিতু হওয়া মোহাম্মদ আশরাফুল ফিরেন দিনের শেষ ওভারে। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আব্দুর রাজ্জাক।

এর আগে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ৭ উইকেটে ২৯৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণাঞ্চল। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নুরুল ও দেলোয়ার শুরু থেকেই চড়াও হন পূর্বাঞ্চলের বোলারদের ওপর।

দেলোয়ার-নুরুলের ব্যাটে দ্রুত এগোতে থাকে দক্ষিণাঞ্চল। ছন্দপতন ঘটে বৃষ্টির বাধায়। আবার খেলা শুরুর পর বেশিদূর এগোয়নি দলটির ইনিংস।

৬৪ বলে দুটি ছক্কা ও ৮টি চারে ৬৩ রান করা দেলোয়ারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ১০৭ রানের জুটি ভাঙেন খালেদ আহমেদ। সেই ওভারেই রাজ্জাককে বোল্ড করে দেন এই পেসার।

পরের ওভারে রাব্বিকে বিদায় করে ৪০৩ রানে দক্ষিণাঞ্চলকে গুটিয়ে দেন আবু জায়েদ। অধিনায়ক নুরুল অপরাজিত থাকেন ৪৪ রানে। তার দল শেষ ৩ উইকেট হারায় মাত্র ৩ রানে।   

৮৪ রানে ৪ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের সেরা বোলার খালেদ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ২৯৯/৭) ১০৪.৪ ওভারে ৪০৩ (শাহরিয়ার ১৭, এনামুল ৬, মাহমুদ ৮৯, তুষার ১৩০, সৌম্য ৪, মিঠুন ২২, নুরুল ৪৪*, নাঈম ০, দেলোয়ার ৬৩, রাজ্জাক ০, রাব্বি ০; জায়েদ ২/৯০, সাইফ ২/৬৭, খালেদ ৪/৮৪, সোহাগ ১/৮৪, আফিফ ০/২৫, কাপালী ০/৩৫, আশরাফুল ০/৬)

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৩৩ ওভারে ৯৫/৩ (লিটন ৬০*, আফিফ ১৪, ইমতিয়াজ ৫, আশরাফুল ১২, ইয়াসির ০*; রাব্বি ২/৩৩, দেলোয়ার ০/১৪, সৌম্য ০/১৫, রাজ্জাক ১/২২, নাঈম ০/৭)