সাদমানের সেঞ্চুরি, সাইফের ৬ রানের আক্ষেপ

দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়লেন দুজন। একসঙ্গে নির্বিঘ্নে কাটিয়ে দিলেন দুটি সেশন, এমনকি শেষ সেশনের অনেকটুকুও। কিন্তু শেষটা দুজনের হলো দুই রকম। প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরির পর আউট হলেন সাদমান ইসলাম। কিন্তু চতুর্থ সেঞ্চুরির সুবাস পেয়েও হারালেন সাইফ হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2018, 01:11 PM
Updated : 10 April 2018, 03:12 PM

দুই ওপেনারের সৌজন্যে দিনটা অবশ্য ভালো কেটেছে মধ্যাঞ্চলের। বিসিএলের চতুর্থ রাউন্ডের প্রথম দিনে মঙ্গলবার বগুড়ায় উত্তরাঞ্চলের বিপক্ষে ৩ উইকেটে ২৪৯ রান করেছে মধ্যাঞ্চল।
   
২৩৯ বলে ১০৭ রান করে আউট হয়েছেন বাঁহাতি সাদমান। ডানহাতি সাইফ ৯৪ করেছেন ২৪৩ বলে।
 

টস হেরে ব্যাটিংয়ে নামা মধ্যাঞ্চলকে দারুণ শুরু এনে দেন এই দুজন। ঠাণ্ডা মাথায় এগিয়ে নেন দলকে। লাঞ্চের আগে ৩১ ওভারে দুজন তোলেন ৭১ রান। চা বিরতির সময় দলের রান ছিল ৬১ ওভারে বিনা উইকেটে ১৬০। 
শেষ সেশনের প্রথম ঘণ্টায়ও ফাটল ধরানো যায়নি দু্ই তরুণ ওপেনারের জুটিতে। ততক্ষণে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন সাদমান। ২৯০ মিনিটে ২২৭ বল খেলে স্পর্শ করেন তিন অঙ্ক। 
ঠিক ২০০ রানে ভাঙে দুজনের জুটি। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে নজর কাড়া বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ফিরিয়ে দেন সাদমানকে।
প্রথম সাফল্যের জন্য দীর্ঘ প্রতীক্ষা থাকলেও পরেরটি উত্তরাঞ্চল পেয়ে যায় দ্রুতই। অভিজ্ঞ রকিবুল হাসানকে শূন্য রানেই ফেরান সানজামুল ইসলাম। 
দ্বিতীয় নতুন বলে মেলে আরেকটি সাফল্য। সাইফকে সেঞ্চুরি বঞ্চিত করেন সেই শরিফুলই।
পরের সময়টুকুতে অবশ্য আবার জুটি গড়ে তুলেছেন মার্শাল আইয়ুব ও মাহমুদউল্লাহ। দুজনের অবিচ্ছিন্ন ৪২ রানের জুটিতে শেষ হয়েছে দিন। ২০ বলে ২১ রানে অপরাজিত মধ্যাঞ্চল অধিনায়ক মাহমুদউল্লাহ।
সংক্ষিপ্ত স্কোর: 
মধ্যাঞ্চল: ৯০ ওভারে ২৪৯/৩ (সাইফ ৯৪, সাদমান ১০৭, রকিবুল ০, মার্শাল ২০*, মাহমুদউল্লাহ ২১*; ফরহাদ রেজা ০/৪০, শরিফুল ২/৫০, তাইজুল ০/৭২, আরিফুল ০/১৩, সানজামুল ১/৬৮)।