খেলাঘরের কাছে শেখ জামালের হার
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2018 06:10 PM BdST Updated: 05 Apr 2018 06:10 PM BdST
শিরোপা জয়ের ক্ষীণ একটা আশা ছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের। তার জন্য প্রথম শর্ত ছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে জয়। কিন্তু সেই ম্যাচে ব্যাটিংয়ে তালগোল পাকিয়ে হেরে গেছে নুরুল হাসানের দল।
অন্য শর্তও পূরণ হয়নি। লেজেন্ডস অব রূপগঞ্জের কাছে হারতে হতো আবাহনীকে। সেই ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে নাসির হোসেনের দল।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের পঞ্চম ও শেষ রাউন্ডের ম্যাচে ৪ উইকেটে জিতেছে খেলাঘর। ১৬১ রানের লক্ষ্য ৭৯ বল বাকি থাকতে পেরিয়ে যায় নাজিম উদ্দিনের দল। নিজেদের শেষ ম্যাচে এসে সুপার সিক্সে প্রথম জয় পেল তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শেখ জামালের। দশম ওভারে ২২ রানের মধ্যে ফিরে যান প্রথম তিন ব্যাটসম্যান।
মিডল অর্ডারে দলকে পথ দেখাতে পারেননি দুই অলরাউন্ডার তানবীর হায়দার ও জিয়াউর রহমান। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মধ্যে ৫৫ বলে ৫ চারে ৪৭ রানের ইনিংস খেলেন নুরুল। তাকে ফিরিয়ে শেখ জামালকে বড় একটা ধাক্কা দেন অশোক মেনারিয়া।
শেষের দিকে সোহাগ গাজী, আল ইমরান ও রবিউল হকের ব্যাটে দেড়শ ছাড়ায় শেখ জামালের সংগ্রহ।
খেলাঘরের সব বোলারই করেন আঁটসাঁট বোলিং। ওভার প্রতি সাড়ে চারের বেশি রান দেননি কেউই। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাদ্দাম, রবিউল ইসলাম ও মেনারিয়া।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি খেলাঘরের। ৩২ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে দলটি। সেখান থেকে দলকে জয়ের পথে নিয়ে যান অধিনায়ক নাজিম ও রাফসান আল মাহমুদ। চতুর্থ উইকেটে দুই জনে গড়েন ১০৮ রানের দারুণ জুটি।

রবিউলকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান রাফসান। ৪৬ রান করা এই অলরাউন্ডার নাজমুলের পঞ্চম শিকার। বাকিটা মাসুম খানকে নিয়ে সহজেই সারেন আনজুম আহমেদ।
৩২ রানে ৫ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার নাজমুল। তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
এই জয়ে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে লিগ শেষ করল খেলাঘর। শেখ জামাল ও লেজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট সমান ২০। তবে দুই দলের লড়াইয়ে এগিয়ে থাকায় রানার্সআপ হল শেখ জামাল।
রূপগঞ্জকে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলেছে আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৯ ওভারে ১৬০ (সৈকত ১৩, চাঁদ ২, সানি ১, তানবীর ১২, নুরুল ৪৭, জিয়া ১২, সোহাগ ২৭, আল ইমরান ২৫, রবিউল ১৬, নাজমুল ১*, জায়েদ ০; রবি ২/১৯, তানভীর ১/৩১, মেনারিয়া ২/৩৮, হালিম ১/১৭, সাদ্দাম ২/১৮, মাসুম ১/২০, আনজুম ০/১৭)
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৩৬.৫ ওভারে ১৬১/৬ (রবি ০, মাহিদুল ৫, অমিত ১৪, মেনারিয়া ১১, নাজিম ৬১, রাফসান ৪৬, আনজুম ১১*, মাসুম ৮*; নাজমুল ৫/৩২, সোহাগ ০/৩২, আল ইমরান ১/১৯, সানি ০/৪৫, রবিউল ০/৭, তানবীর ০/২৫)
ফল: খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৪ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল ইসলাম
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান