নিউ জিল্যান্ডের সেরা বোল্ট

হাতের বল সাদা হোক বা লাল, ২২ গজে পারফরম্যান্স দারুণ উজ্জ্বল। স্বীকৃতির রাতটিও তাই আলোকিত তার আলোয়। নিউ জিল্যান্ড ক্রিকেটের বছরের সবচেয়ে বড় দুটি পুরস্কার পেয়েছেন ট্রেন্ট বোল্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2018, 06:07 AM
Updated : 5 April 2018, 06:07 AM

এ বছর নিউ জিল্যান্ডের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন বোল্ট। বাঁহাতি পেসার পাশাপাশি জিতে নিয়েছেন বর্ষসেরা ক্রিকেটারের স্যার রিচার্ড হ্যাডলি মেডেল।

পুরস্কারের বিবেচনাধীন সময়ে তিন সংস্করণ মিলিয়ে ৭৭টি উইকেট নিয়েছেন বোল্ট। এই পরিক্রমায়ই ষষ্ঠ দ্রুততম বোলার হিসেবে ছুঁয়েছেন ১০০ ওয়ানডে উইকেট। নিউ জিল্যান্ডের ষষ্ঠ বোলার হিসেবে স্পর্শ করেছেন ২০০ টেস্ট উইকেটের মাইলফলক।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন রস টেইলর। বিবেচনাধীন সময়ে রান করেছেন ৭৮ গড়ে। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের পুরস্কারও। এই নিয়ে তৃতীয়বার ‘ডাবল’ জিতলেন টেইলর।

বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার অনুমিতভাবেই কলিন মানরো। বিস্ফোরক বাঁহাতি ব্যাটসম্যান প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কদিন আগে।

প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলারের পুরস্কার জিতেছেন বাঁহাতি পেসার নিল ওয়াগনার।

মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের ‘ডাবল’ জিতে নিয়েছেন অলরাউন্ডার সোফি ডিভাইন।