ঢাকা প্রিমিয়ার লিগে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে বুধবার বিকেএসপিতে অগ্রনী ব্যাংকের হয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১২৭ বলে ১৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সৌম্য। এই ইনিংসের পথেই ৯টি চারের পাশে মেরেছেন ১১টি ছক্কা।
২০১৬ সালে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ফতুল্লায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ১১ ছক্কার রেকর্ড গড়েছিলেন মাশরাফি। সেদিন ৫১ বলে ১০৪ রান করেছিলেন মাশরাফি। তার ৫০ বলে সেঞ্চুরি লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম।
সৌম্যর সুযোগ ছিল ছক্কার রেকর্ডে মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার। সোহরাওয়াদী শুভকে এক ওভারে দুটি ছক্কায় যখন ছুঁলেন মাশরাফিকে, তখনও বাকি ৫ ওভারের বেশি। কিন্তু আউট হয়ে যান ৪৬তম ওভারে।
ছক্কার রেকর্ড এককভাবে নিজের করে নিতে না পারলেও একটা জায়গায় সৌম্য ছাড়িয়ে গেছেন নিজেকে। স্বীকৃত ক্রিকেটে এই প্রথমবার স্বাদ পেলেন দেড়শ রানের ইনিংসের। লিস্ট ‘এ’ ক্রিকেটে আগে সেঞ্চুরি ছিল মাত্র দুটি, যাতে সর্বোচ্চ ছিল ১২৭। প্রথম শ্রেণির ক্রিকেটে একমাত্র সেঞ্চুরিতেও সর্বোচ্চ ১২৭।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ইনিসে ১০টি করে ছক্কা মেরে রেকর্ডে মাশরাফি-সৌম্যর পরে আছেন এনামুল হক, এজাজ আহমেদ ও রকিবুল হাসান।