মারক্রামের দুর্দান্ত সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার ফেরা
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2018 10:16 PM BdST Updated: 30 Mar 2018 10:16 PM BdST
প্রতিভার ঝিলিক তার ব্যাটে দেখা গেছে আগেই। সেই উজ্জ্বল সম্ভাবনাকেই যেন আরও পোক্ত করল আরেকটি দুর্দান্ত ইনিংস। এইডেন মারক্রাম ছাড়িয়ে গেলেন নিজের আগের সেরা ইনিংসকে। তবে এই ওপেনারের দেড়শ ছাড়ানো ইনিংসকে থামিয়ে পরে ম্যাচে ফিরেছে অস্ট্রেলিয়া।
জোহানেসবার্গে সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৩১৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
এই সিরিজেরই প্রথম টেস্টে ডারবানে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন মারক্রাম। এবার সেটিকে ছাড়িয়ে করেছেন ১৫২। তরুণ ওপেনার চারটি সেঞ্চুরি করে ফেললেন ১০ টেস্টেই। ১৭ ইনিংসে ব্যাটিং গড় এখন ৫৬.৬৪।
বল টেম্পারিং কেলেঙ্কারিতে দলের অধিনায়কসহ প্রথম পছন্দের তিন ক্রিকেটারকে হারানোর ধাক্কা তো ছিলই। চোটের কারণে দলের মূল স্ট্রাইক বোলার মিচেল স্টার্ককেও হারায় অস্ট্রেলিয়া। আত্মবিশ্বাসের তলানিতে থাকা দলের জন্য প্রথম দিনটি খুব খারাপ কাটেনি।
টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকাকে ৫৩ রানের উদ্বোধনী জুটি এনে দেন মারক্রাম ও ডিন এলগার। বাঁহাতি এলগারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাথান লায়ন। সিরিজে তৃতীয়বার লায়নের বলে স্পিনের বিপক্ষে খেলতে গিয়ে আউট হন এলগার।

আমলাকে ফিরিয়ে প্যাট কামিন্স এই জুটি ভাঙার পরও স্বস্তি মেলেনি অস্ট্রেলিয়ার। এবার মারক্রামের সঙ্গী দুর্দান্ত ফর্মে থাকা এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় উইকেটে দুজনের জুটি ছাড়িয়ে যায় শতরান।
মারক্রামের স্ট্রোকের দ্যুতি এদিন এতটাই তীব্র যে তাতে ম্লান হয়ে যান ডি ভিলিয়ার্সের মতো একজনও। ১০৫ রানের জুটিতে ডি ভিলিয়ার্সের রান ৮১ বলে ৩৭, ওয়ানডের গতিতে খেলে মারক্রাম করেন ৭৬ বলে ৬৪!
১৫২ বলে মারক্রাম স্পর্শ করেন সেঞ্চুরি। ক্যারিয়ারে প্রথমবার দেড়শ স্পর্শ করেন ২১৪ বলে। শেষ পর্যন্ত ১৭ চার ও ১ ছক্কায় ১৫২ রানে আউট হন কামিন্সের বলে।
অস্ট্রেলিয়ার ফেরার শুরু সেখান থেকেই। কামিন্স পরের বলেই ফিরিয়ে দেন ফর্মের জন্য লড়তে থাকা প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসিকে।
পঞ্চম উইকেটে ডি ভিলিয়ার্স ও টেম্বা বাভুমা গড়েন ৫২ রানের জুটি। তবে দ্বিতীয় নতুন বলে আবার ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। অভিষিক্ত পেসার চাড সেয়ার্স ৬৯ রানে ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে দেখা পান প্রথম টেস্ট উইকেটের। ৩০ বছর বয়সী পেসার ওই ওভারেই ফেরান নাইটওয়াচম্যান কাগিসো রাবাদাকে।
শেষ সময়টুকু কাটিয়ে দেন বাভুমা ও কুইন্টন ডি কক।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩১৩/৬ (এলগার ১৯, মারক্রাম ১৫২, আমলা ২৭, ডি ভিলিয়ার্স ৬৯, দু প্লেসি ০, বাভুমা ২৫*, রাবাদা ০, ডি কক ৭* ; হেইজেলউড ০/৬০, সেয়ার্স ২/৬৪, কামিন্স ৩/৫৩, লায়ন ১/৯৫, মিচেল মার্শ ০/২৩, রেনশ ০/৪)।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!