নাজমুলের ব্যাটে রূপগঞ্জের জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2018 05:51 PM BdST Updated: 30 Mar 2018 06:53 PM BdST
আসর জুড়ে নিষ্প্রভ নাজমুল হোসেন মিলন জ্বলে উঠলেন ভীষণ প্রয়োজনের সময়। তার অপরাজিত ফিফটিতে লড়াই করার মতো স্কোর গড়া লেজেন্ডস অব রূপগঞ্জ পেল নাটকীয় জয়। হাতের নাগালে লক্ষ্য পাওয়া খেলাঘর সমাজ কল্যাণ সমিতি হারল ব্যাটসম্যানদের ব্যর্থতায়।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ১২ রানে জিতেছে রূপগঞ্জ। ২১৭ রানের লক্ষ্য তাড়ায় ২০৪ রানে গুটিয়ে যায় খেলাঘর।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। মোহাম্মদ সাদ্দাম ও তানভীর ইসলামের দারুণ বোলিংয়ে ২৩ ওভারে ৮৬ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে তারা।
মোশাররফ হোসেনের সঙ্গে ৪০ ও আসিফ হাসানের সঙ্গে ৫০ রানের দুটি জুটিতে প্রতিরোধ গড়েন নাজমুল। মোহাম্মদ শহীদের সঙ্গে ৪০ রানের আরেকটি জুটিতে দলের সংগ্রহ নিয়ে যান দুইশ রানে।
আট নম্বরে নেমে ৬৬ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৩ রানের চমৎকার ইনিংস খেলেন নাজমুল।
৩৯ রানে ৪ উইকেট নিয়ে খেলাঘরের সেরা বোলার পেসার সাদ্দাম। বাঁহাতি স্পিনার তানভীর ৩ উইকেট নেন ৪৪ রানে।
রান তাড়ায় খেলাঘরের শুরুটা ছিল মন্থর। ২১ ওভারে ৫৪ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলে দলটি। নাজিম উদ্দিনের সঙ্গে ৮৪ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান মাহিদুল ইসলাম।
৪৭ বলে ৪৫ রান করা নাজিমকে ফিরিয়ে খেলাঘরের প্রতিরোধ ভাঙেন মোশাররফ। ৮ রানের মধ্যে মাহিদুল, অমিত মজুমদার ও তানভীরের বিদায়ে ম্যাচ আবার রূপগঞ্জের দিকে ঘুরে যায়।
ওপেনার মাহিদুল ১০৫ বলে ৫ চার ও দুই ছক্কায় ফেরেন ৭৭ রান করে। শেষের দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রাখেন মাসুম খান। তবে ২১ বলে ২৭ রান করা এই ব্যাটসম্যানকে ফিরিয়ে দলকে দারুণ জয় এনে দেন বাঁহাতি স্পিনার আসিফ।
খেলাঘরের হয়ে আসিফ, পারভেজ রসুল, মোশাররফ, সৈয়দ রাসেল নেন দুটি করে উইকেট। চমৎকার ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন নাজমুল।সংক্ষিপ্ত স্কোর:
লেজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২১৬/৮ (মজিদ ১৫, নাইম ১৪, নাঈম ৩৩, মুশফিক ১১, অভিষেক ৪, রসুল ৪, মোশাররফ ২৬, নাজমুল ৬৩*, আসিফ ২০, শহীদ ১৪*; তানভীর ৩/৪৪, রবি ০/২০, সাদ্দাম ৪/৩৯, মেনেরিয়া ১/৩৫, হালিম ০/১৩, মাসুম ০/৩৭, নিরঞ্জন ০/২৭)
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৪৮.৫ ওভারে ২০৪ (রবি ৭, মাহিদুল ৭৭, অমিত ১৭, রাফসান ১০, মেনারিয়া ২, নাজিম ৪৫, মাসুম ২৭, তানভীর ০, সাদ্দাম ৩, হালিম ৫, নিরঞ্জন ২*; শহীদ ১/৩২, আসিফ ২/৩৬, রসুল ২/৩৯, মোশাররফ ২/৪১, রাসেল ২/৪৩, নাঈম ১/১২)
ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ১২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন মিলন
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে