পদত্যাগের ঘোষণা অস্ট্রেলিয়া কোচ লেম্যানের

বল-টেম্পারিং কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে সিরিজের শেষ টেস্ট হবে অস্ট্রেলিয়ার কোচ হিসেবে তার শেষ ম্যাচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2018, 12:38 PM
Updated : 29 March 2018, 02:58 PM

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আবেগতাড়িত লেম্যান সরে যাওয়ার ঘোষণা দেন।

বল-টেম্পারিং কেলেঙ্কারিতে এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছর এবং ক্যামেরন ব্যানক্রফটকে নয় মাস নিষিদ্ধ করে। তবে তদন্তে লেম্যানের কোনো দোষ তারা পায়নি। তাদের দাবি, তিন ক্রিকেটারের বল টেম্পার করার পরিকল্পনা সম্পর্কে কোচের জানা ছিল না।

বুধবার ৪৮ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান নিজেও সরে না দাঁড়ানোর কথা জানিয়েছিলেন।

নিষিদ্ধ তিন ক্রিকেটার অস্ট্রেলিয়া পৌছানোর পর স্মিথ সিডনিতে সংবাদ সম্মেলনের পর কান্নায় ভেঙে পড়ে কৃতকর্মের জন্য ক্ষমা চান। এরপরই সিদ্ধান্ত পাল্টে লেম্যানের পদত্যাগের ঘোষণা দিলেন।

“স্টিভ ও ক্যামেরনকে কষ্ট পেতে দেখার পর আমার এই সিদ্ধান্ত নেওয়াটাই যৌক্তিক। দলের সংস্কৃতির জন্য শেষ পর্যন্ত তো আমিই দায়ী।”

“আমার পরিবারের সঙ্গে কথা বলেছি, এটাই সরে দাড়ানোর সঠিক সময়।”

“আমি আশা করছি, দল পুনর্গঠিত হবে এবং অস্ট্রেলিয়ার জনগণ তরুণ ক্রিকেটারদের ক্ষমা করে একাদশের পেছনে দাঁড়াবে।”

ওয়ান্ডারার্সে শুক্রবার শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।