৩০০ উইকেটের ঠিকানায় লায়ন

টেম্পারিং বিতর্কে জর্জরিত অস্ট্রেলিয়া দল। চলতি টেস্টেও আছে অনেকটা পিছিয়ে। এই দুঃস্বপ্নের প্রহরেই এক পসলা খুশির উপলক্ষ্য হয়ে এল নাথান লায়নের অর্জন। প্রথম অস্ট্রেলিয়ান অফ স্পিনার হিসেবে ছুঁয়েছেন ৩০০ উইকেটের মাইলফলক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2018, 01:09 PM
Updated : 25 March 2018, 01:09 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টের চতুর্থ দিনে এই মাইলফলকে পৌঁছান লায়ন। তার তিনশতম টেস্ট শিকার কাগিসো রাবাদা। ৩০ বছর বয়সী স্পিনার ৭৭ টেস্টে পূরণ করলেন তিনশ।

শেন ওয়ার্ন ও স্টুয়ার্ট ম্যাকগিলের অবসরের পর নির্ভর করার মতো একজন স্পিনার হন্যে হয়ে খুঁজছিল অস্ট্রেলিয়া। অনেককে পরখ করার পর ভরসা হয়ে আসেন লায়ন। টেস্টে প্রথম বলেই নিয়েছিলেন উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট। পরের দিকে পথচলা যদিও মসৃণ ছিল না। অনেক দেখেছেন, ধুঁকেছেন ও শিখেছেন। সময়ের সঙ্গে হয়ে উঠেছেন কার্যকর। গত কয়েক বছরে নিজেকে করে তুলেছেন সত্যিকারের ম্যাচ উইনার। সাদা পোশাকে সময়ের সেরা স্পিনার মনে করা হয় তাকেই।

৩০০ উইকেট প্রাপ্তি তার নিবেদনেরই স্বীকৃতি। অ্যাডিলেড ওভালের মাঠকর্মী থেকে দেশসেরা স্পিনার হওয়ার অবিশ্বাস্য পথচলায় দারুণ গৌরবময় এক অধ্যায়ও এই মাইলফলক।

সব মিলিয়ে টেস্ট ইতিহাস ৩০০ উইকেট নেওয়া নবম স্পিনার লায়ন।