এসেই শেখ জামালের জয়ের নায়ক চাঁদ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2018 07:05 PM BdST Updated: 24 Mar 2018 07:05 PM BdST
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এসেই জ্বলে উঠলেন উন্মুক্ত চাঁদ। ভারতীয় এই ব্যাটসম্যানের দারুণ সেঞ্চুরিতে লেজেন্ডস অব রূপগঞ্জকে আবার হারাল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
লিগের সুপার সিক্সের প্রথম রাউন্ডের ম্যাচে ৭ উইকেটে জিতেছে শেখ জামাল। ২৬১ রানের লক্ষ্য ১২ বল বাকি থাকতে পেরিয়ে যায় নুরুল হাসানের দল। দুই দলের প্রথম দেখায় ৩ রানে জিতেছিল শেখ জামাল।
লিগে টানা দুই ম্যাচে হারলো রূপগঞ্জ। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে দলটি হারে অগ্রণী ব্যাংকের কাছে। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেও হেরে শিরোপার পথ কঠিন হয়ে গেল রূপগঞ্জের।
বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আব্দুল মজিদকে হারায় রূপগঞ্জ। মোহাম্মদ নাইমের সঙ্গে ৭৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েন নাঈম ইসলাম। অধিনায়ক ফিরে যান ৫১ রান করে।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুশফিকুর রহিম ৩২ বলে করেন ৩৯ রান। ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুল ফিরেন ৪৪ রান করে। ৫০ বলে অপরাজিত ৪৮ রানে দলের সংগ্রহ আড়াইশ পার করেন তুষার ইমরান।
ক্যারিয়ার সেরা বোলিং করা রবিউল হক ৩৩ রানে নেন ৫ উইকেট। শেখ জামালের তরুণ ডানহাতি পেসার প্রথমবারের মতো পেলেন পাঁচ উইকেট।
রান তাড়ায় শূন্য রানে ফিরেন সৈকত আলী। রাকিন আহমেদের সঙ্গে ১৫০ রানের জুটিতে দলকে সহজ জয়ের ভিত গড়ে দেন চাঁদ। পাঁচটি চারে ৫২ রান করা রাকিনকে বিদায় করেন সৈয়দ রাসেল।
তানবীর হায়দারের সঙ্গে ৬০ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন চলতি লিগে প্রথমবারের মতো খেলতে নামা চাঁদ। ভারতীয় এই ওপেনারকে বিদায় করেন স্বদেশের স্পিনার রসুল।
ম্যাচ সেরা চাঁদ ১৩৩ বলে ২০ চারে করেন ১২৭ রান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার ষষ্ঠ শতক।
নুরুলকে সঙ্গে নিয়ে বাকিটা সারেন তানবীর। ৫২ বলে ৪টি চার ও তিনটি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
৫৩ রানে ২ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার রাসেল।
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল শেখ জামাল। সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে তিন নম্বরে রূপগঞ্জ।
১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর:
লেজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৬০/৯ (মজিদ ১৫, নাইম ৪৩, নাঈম ৫১, মুশফিক ৩৯, রসুল ৪৪, তুষার ৪৮*, নাজমুল ৫, মোশাররফ ০, আসিফ ০, শহীদ ৪; আবু জায়েদ ০/৪৮, সোহাগ ০/২৭, নাজমুল ১/৫৩, রবিউল ৫/৩৩, সানি ০/৪৮, তানবীর ২/৪৮)
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৮ ওভারে ২৬২/৩ (সৈকত ০, চাঁদ ১২৭, রাকিন ৫২, তানবীর ৬৬*, নুরুল ১১; রাসেল ২/৫৩, মোশাররফ ০/৪৪, শহীদ ০/৬৭, রসুল ১/৪১, আসিফ ০/৪৬)
ফল: ৭ উইকেটে জয়ী শেখ জামাল
ম্যান অব দ্য ম্যাচ: উন্মুক্ত চাঁদ
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ