শাহরিয়ারের ব্যাটে রূপগঞ্জকে হারাল অগ্রণী ব্যাংক

শিরোপা প্রত্যাশী লেজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে দিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। দারুণ বোলিংয়ে রূপগঞ্জকে কম রানে থামালেন আল আমিন হোসেন। ঝকঝকে এক ফিফটিতে দলকে জেতালেন বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফীস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 01:41 PM
Updated : 20 March 2018, 06:14 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একাদশ রাউন্ডের ম্যাচে ৬ উইকেটে জিতেছে অগ্রণী ব্যাংক। রূপগঞ্জের ২০৪ রান ১৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। আল আমিন ও শফিউল ইসলামের দারুণ বোলিংয়ে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি।

সেখান থেকে দলের সংগ্রহ দুইশ পার হয় তুষার ইমরানের ব্যাটে। কয়েকবার জীবন পাওয়া মিডল অর্ডার ব্যাটসম্যানকে বোল্ড করে সেঞ্চুরির আগে থামান আল আমিন। ১২১ বলে খেলা তুষারের ৯৮ রানের ইনিংসে ৮টি চারের পাশে ছক্কা একটি।

২৭ রান করেন মোশাররফ হোসেন। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে ফেরা মুশফিকুর রহিম বিদায় নেন ২১ রান করে।

৪৪ রানে ৪ উইকেট নিয়ে অগ্রণী ব্যাংকের সেরা বোলার আল আমিন। দুটি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও শফিউল।

রান তাড়ায় সৌম্য সরকারের সঙ্গে ৭৬ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন শাহরিয়ার। আসিফ হাসানকে উড়ানোর চেষ্টায় ফিরে যান সৌম্য। দ্রুত বিদায় নেন সালমান হোসেন।

দারুণ সব শট খেলা শাহরিয়ার ফিরেন ১০৩ বলে ১০টি চারে ৮২ রান করে। দারুণ ইনিংসে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

রান আউট হয়ে ফেরার আগে শামসুল ইসলাম করেন ৪১ রান। জয়কে সঙ্গী করে ফেরা ধীমান ঘোষ ৩৫ বলে খেলেন ৪৯ রানের ঝড়ো এক ইনিংস। 

রূপগঞ্জের বাঁহাতি স্পিনার আসিফ ৪৬ রানে নেন ২ উইকেট।

১১ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পেল রূপগঞ্জ। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির সমান ১৪ পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে দুই নম্বরে রয়েছে দলটি। ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী।

চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে প্রাথমিক পর্ব শেষ করল অগ্রণী ব্যাংক। ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে রেলিগেশন লিগে খেলবে তারা। এই লিগের সেরা দল টিকে থাকবে প্রিমিয়ার লিগে। বাকি দুই দল নেমে যাবে প্রথম বিভাগে।

সংক্ষিপ্ত স্কোর:

লেজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২০৪/৯ (মজিদ ০, পাপ্পু ২, নাইম ১৭, মুশফিক ২১, নাঈম ৪, তুষার ৯৮, মোশাররফ ২৭, নাজমুল ৬, আসিফ ১৩, রাসেল ৩*, শহীদ ৫*; শফিউল ২/৩৬, আল আমিন ৪/৪৪, রাজ্জাক ২/৩৩, ধাওয়ান ১/৪৬, শাহবাজ ০/২১, সৌম্য ০/২১)

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৭.১ ওভারে ২১০/৪ (শাহরিয়ার ৮২, সৌম্য ২৪, সালমান ২, শামসুল ৪১, ধীমান ৪৯*, ধাওয়ান ৭*; শহীদ ১/৬০, নাঈম ০/২৭, মোশাররফ ০/৪৫, তুষার ০/৭, আসিফ ২/৪৬, রাসেল ০/২৩)

ফল: অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৬ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: শাহরিয়ার নাফীস