ব্রাদার্সকে হারিয়ে সুপার সিক্সে শেখ জামাল
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2018 06:05 PM BdST Updated: 21 Mar 2018 12:12 AM BdST
ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। অলরাউন্ড নৈপুণ্যে দলের সহজ জয়ের নায়ক ইলিয়াস সানি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একাদশ রাউন্ডের ম্যাচে ৭৪ রানে জিতেছে শেখ জামাল। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় ১১০ রানে গুটিয়ে গেছে ব্রাদার্স।
এই জয়ে সুপার সিক্সে আবাহনী, লেজেন্ডস অব রূপগঞ্জ, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গী হল শেখ জামাল।
সমান ১২ পয়েন্ট হলেও রান রেটে শিরোপাধারী গাজীর চেয়ে এগিয়ে পাঁচ নম্বরে রয়েছে শেখ জামাল।
প্রাথমিক পর্বের শেষ রাউন্ডের ম্যাচে হেরে যাওয়া ব্রাদার্সের খেলতে হবে রেলিগেশন লিগে। সেখানে তাদের সঙ্গী অগ্রণী ব্যাংক ও কলাবাগান ক্রীড়া চক্র। এই লিগের সেরা দলটি টিকে থাকবে প্রিমিয়ার লিগে, অন্য দুটি দল নেমে যাবে প্রথম বিভাগে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শেখ জামালের। দ্রুত ফিরে যান পিনাক ঘোষ ও রাকিন আহমেদ।
ওপেনার সৈকত আলীর ৫৫, মিডল অর্ডারে তানবীর হায়দারের ৩৩ ও সানির ৩১ রানের ওপর ভর করে দুইশ রানের কাছাকাছি যায় দলটি।
৪১ রানে ৩ উইকেট নিয়ে ব্রাদার্সের সেরা বোলার পেসার খালেদ আহমেদ।
রান তাড়ায় প্রথম বলেই মিজানুর রহমানকে হারায় ব্রাদার্স। পরের ওভারে আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিককেও বিদায় করে দেন পেসার আবু জায়েদ।
মাইশুকুর রহমান, দেবব্রত দাস ফিরেন থিতু হয়ে। দুই অঙ্ক ছুঁয়ে বিদায় নেন অলক কাপালী ও মইনুদ্দিন রুবেল। ব্রাদার্স শেষ ৭ উইকেট হারায় মাত্র ৪০ রানে।
২২ রানে ৩ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার বাঁহাতি স্পিনার সানি। অলরাউন্ড নৈপুণ্যে তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার। অফ স্পিনার সোহাগ গাজী ৩ উইকেট নেন ৩৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৭.১ ওভারে ১৮৪ (সৈকত ৫৫, পিনাক ২, রাকিন ৩, শচিন ১৯, তানবীর ৩৩, নুরুল ১৬, সানি ৩১, সোহাগ ৭, রবিউল ৯, নাজমুল ০*, আবু জায়েদ ০; খালেদ ৩/৪১, শুভ ২/৩২, শাখাওয়াত ২/২৫, কাপালী ২/৩৯, নিহাদ ০/৪৩)
ব্রাদার্স ইউনিয়ন: ৩৯.২ ওভারে ১১০ (মিজানুর ০, জুনায়েদ ১, মাইশুকুর ২৭, দেবব্রত ২৭, কাপালী ১২, রুবেল ১৬, ইয়াসির ২, শুভ ৫, নিহাদ ৭*, শাখাওয়াত ৮, খালেদ ০; আবু জায়েদ ২/২২, সোহাগ ৩/৩৬, নাজমুল ১/১৭, সানি ৩/২২, রবিউল ১/১১)
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৭৪ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ইলিয়াস সানি
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
-
ছক্কার সেঞ্চুরিতে গিলক্রিস্টকে ছুঁয়ে ম্যাককালামের কাছে স্টোকস
-
৫ বছর পর বাদ পড়লেন মুমিনুল
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- পদ্মা সেতু: এক নজরে
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট