মুস্তাফিজের ভাবনায় রোমাঞ্চিত রোহিত

আজ প্রতিপক্ষের হাতিয়ার, তো কাল নিজেদের অস্ত্র। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে এটিই ক্রিকেট জগতের বাস্তবতা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেমন ভারতকে প্রায় হারের পথে ঠেলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ জয়ের পর সেই মুস্তাফিজকে নিয়েই রোমাঞ্চিত রোহিত, কদিন পর যে এই বোলারকেই পাবেন সতীর্থ হিসেবে।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 04:03 AM
Updated : 19 March 2018, 05:40 AM

এবারের আইপিএলে মুস্তাফিজ খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সে। আইপিএলে সফল এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক রোহিত।

ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ভারতের যখন প্রয়োজন ৩ ওভারে ৩৫, মুস্তাফিজ তখন অসাধারণ এক ওভারে সম্ভাবনায় এগিয়ে নেন বাংলাদেশকে। তার করা ১৮তম ওভার থেকে আসে কেবল একটি রান। এদিন ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। পরে শেষ দুই ওভারে দিনেশ কার্তিকের বীরত্বে জিতে নিয়ে ভারত।

টুর্নামেন্টে দুই দলের প্রথম লড়াইয়ে রোহিতকে আউট করেছিলেন মুস্তাফিজ। ফাইনালের আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম স্পেল করেছিলেন দুর্দান্ত। কদিন পর এই বাঁহাতি পেসারকে নেতৃত্ব দেবেন ভেবেই ভালোলাগা কাজ করছে রোহিতের মনে।

“মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে তাকে পেয়ে আমি রোমাঞ্চিত। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সে দারুণ প্রতিশ্রুতিশীল একজন। আশা করি, মুম্বাই ইন্ডিয়ান্সেও সে ভালো করবে।”