মুস্তাফিজের ভাবনায় রোমাঞ্চিত রোহিত
ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2018 10:03 AM BdST Updated: 19 Mar 2018 11:40 AM BdST
আজ প্রতিপক্ষের হাতিয়ার, তো কাল নিজেদের অস্ত্র। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে এটিই ক্রিকেট জগতের বাস্তবতা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেমন ভারতকে প্রায় হারের পথে ঠেলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ জয়ের পর সেই মুস্তাফিজকে নিয়েই রোমাঞ্চিত রোহিত, কদিন পর যে এই বোলারকেই পাবেন সতীর্থ হিসেবে।
এবারের আইপিএলে মুস্তাফিজ খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সে। আইপিএলে সফল এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক রোহিত।
ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ভারতের যখন প্রয়োজন ৩ ওভারে ৩৫, মুস্তাফিজ তখন অসাধারণ এক ওভারে সম্ভাবনায় এগিয়ে নেন বাংলাদেশকে। তার করা ১৮তম ওভার থেকে আসে কেবল একটি রান। এদিন ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। পরে শেষ দুই ওভারে দিনেশ কার্তিকের বীরত্বে জিতে নিয়ে ভারত।
টুর্নামেন্টে দুই দলের প্রথম লড়াইয়ে রোহিতকে আউট করেছিলেন মুস্তাফিজ। ফাইনালের আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম স্পেল করেছিলেন দুর্দান্ত। কদিন পর এই বাঁহাতি পেসারকে নেতৃত্ব দেবেন ভেবেই ভালোলাগা কাজ করছে রোহিতের মনে।
“মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে তাকে পেয়ে আমি রোমাঞ্চিত। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সে দারুণ প্রতিশ্রুতিশীল একজন। আশা করি, মুম্বাই ইন্ডিয়ান্সেও সে ভালো করবে।”
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত