ভয়ডরহীন বাংলাদেশের প্রশংসায় রোহিত

৮টি টি-টোয়েন্টির সবকটিতেই জয়। এই ত্রিদেশীয় সিরিজেই জয় তিনে তিন। বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ভারতের এগিয়ে একতরফা। তবে জয়গুলো যে কতটা কঠিন ছিল, সেটা তো জানেন রোহিত শর্মা। ফাইনাল জয়ের পর ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক স্তুতির বন্যায় ভাসালেন বাংলাদেশকে।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 03:52 AM
Updated : 19 March 2018, 05:39 AM

ফাইনালে অসাধারণ এক ইনিংস খেলে ভারতকে জিতিয়েছেন দিনেশ কার্তিক। শেষ বলের ছক্কায় বাংলাদেশের মুঠো থেকে বের করে নিয়ে গেছেন ট্রফি।

তবে শিরোপা জিতলেও ভারত টের পেয়েছে বদলে যাওয়া বাংলাদেশ দলের ধার। সেই ধার দাগ কেটেছে রোহিতের মনে।

“বাংলাদেশ নিশ্চিতভাবেই খুব ভালো দল। এই টুর্নামেন্টে তো খুবই বিপজ্জনক ছিল। দুইশ রানের বেশি তাড়া করেছে। ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। তারা মাঠে নেমে নিজেদের মেলে ধরে মুক্তভাবে এবং উপভোগ করে।”

বাংলাদেশ দলে অভিজ্ঞতা ও তারুণ্যের যে সমন্বয়, এটিই বাংলাদেশকে আরও এগিয়ে নেবে বলে মনে করেন রোহিত।

“গত তিন বছরে আমরা দেখেছি কিভাবে নিজেদের খেলার ধরন বদলে ফেলেছে ওরা। সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি কিছু নতুন মুখও আছে। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় থাকা সবসময়ই দারুণ। প্রত্যাশিত ফলটা তাহলে মেলে। দলের অভিজ্ঞরা তরুণদের পরিচর্যা করছে। আমার মনে হয়, তারা খুবই ভালো দল এবং যে কোনো জায়গায় গিয়ে ভালো করতে পারে।”