বালবার্নির সেঞ্চুরিতে স্কটল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড

অ্যান্ডি বালবার্নির সেঞ্চুরিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে আয়ারল্যান্ড।  বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সে স্কটল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 04:38 PM
Updated : 18 March 2018, 04:38 PM

হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে রোববার ২৭২ রান তাড়ায় ১৪ বল বাকি থাকতে ২৪৬ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। উইলিয়াম পর্টারফিল্ডের সঙ্গে ৪৪ রানের জুটিতে প্রাথমিক প্রতিরোধ গড়েন বালবার্নি।

এরপর নায়াল ও'ব্রায়েনের (৭০) সঙ্গে ১৩৮ ও কেভিন ও'ব্রায়েনের (৪৬) সঙ্গে ৫৮ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান বালবার্নি। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় শতক পাওয়া ডানহাতি ব্যাটসম্যান ফিরেন ১০৫ রান করে। তার ৪৬ বলের ইনিংসটিতে রয়েছে ১০টি চার।

রান তাড়ায় কাইল কোয়েটজার খেলেন ৬১ রানের দায়িত্বশীল ইনিংস। ৪৪ রান করেন রিচি বেরিংটন।

মিডল অর্ডারের ব্যর্থতায় দিক হারানো স্কটল্যান্ড আড়াইশ রানের কাছাকাছি যায় সাফিয়ান শরিফ ও মার্ক ওয়াটের দৃঢ়তায়।

৬৩ রানে ৪ উইকেট নেন বয়েড র‌্যাঙ্কিন।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২৭১/৯ (পর্টারফিল্ড ১৭, স্টার্লিং ০, বালবার্নি ১০৫, নায়াল ৭০, কেভিন ৪৬, সিমি ৭, উইলসন ৩, ম্যাকব্রায়ান ৫*, ম্যাকার্থি ৫, র‌্যাঙ্কিন ০; হুইল ৩/৪৩, শরিফ ২/৫২, সোল ১/৪৬, ওয়াট ১/৬০, লিস্ক ০/৩৯, বেরিংটন ০/৯, ম্যাকলয়েড ০/১৮)

স্কটল্যান্ড: ৪৭.৪ ওভারে ২৪৬ (ক্রস ১৮, কোয়েটজার ৬১, ম্যাকলয়েড ২১, বেরিংটন ৪৪, মুনজি ১, ওয়ালেস ১, ওয়ালেস ৬, লিস্ক ২, শরিফ ৩৪, ওয়াট ৩১*, সোল ৭, হুইল ১৪; মারটাগ, ২/৫১, ম্যাকার্থি ২/৪৪, র‌্যাঙ্কিন ৪/৬৩, কেভিন ০/১২, ম্যাকব্রায়ান ০/৪০, সিমি ২/৩৩)

ফল: আয়ারল্যান্ড ২৫ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: অ্যান্ডি বালবার্নি