মেহেদির অলরাউন্ড নৈপুণ্যে সুপার সিক্সে গাজী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2018 06:42 PM BdST Updated: 18 Mar 2018 06:42 PM BdST
মেহেদি হাসানের অলরাউন্ড নৈপুণ্যে সহজেই প্রাইম দোলেশ্বরকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই জয় সুপার সিক্সে নিয়ে গেছে শিরোপাধারীদের।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একাদশ রাউন্ডের ম্যাচে ৪ উইকেটে জিতেছে গাজী। ১৮৭ রানের লক্ষ্য ৬৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
মিরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আবু সায়েমকে হারায় দোলেশ্বর।
তৃতীয় উইকেটে মার্শাল আইয়ুবের সঙ্গে ৬৮ রানের জুটিতে দলকে ৩ উইকেটে ১১০ রানে নিয়ে যান ফজলে মাহমুদ। মাত্র ৬ রানের মধ্যে মার্শাল, ফরহাদ হোসেন ও জোহাইব খানকে হারিয়ে চাপে পড়ে দোলেশ্বর।
১০৫ বলে ৬৫ রান করা মাহমুদ ফিরেন রান আউট হয়ে। পরের ব্যাটসম্যানরা পারেননি সময়ের দাবি মেটাতে। ১৮৬ রানে থামে দোলেশ্বর।
৩৯ রানে ৩ উইকেট নিয়ে গাজীর সেরা বোলার পাকিস্তনের অলরাউন্ডার ফাওয়াদ আলম। বাঁহাতি স্পিনার টিপু সুলতান ২ উইকেট নেন ৩৩ রানে। আঁটসাঁট বোলিংয়ে ১০ ওভারে মাত্র ১৭ রান দিয়ে একটি উইকেট নেন মেহেদি।
রান তাড়ায় ৫৩ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংসে দলকে পথ দেখান মেহেদি। অলরাউন্ড নৈপুণ্যে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ফাওয়াদ খেলেন ৭১ বলে ৪৬ রানের দায়িত্বশীল ইনিংস। নাঈম হাসানকে নিয়ে বাকিটা শেষ করেন জাকের আলী।
৩৪ রানে ৫ উইকেট নিয়ে দোলেশ্বরের সেরা বোলার পাকিস্তানী বাঁহাতি স্পিনার জোহাইব।
১১ ম্যাচে ষষ্ঠ জয়ে গাজীর পয়েন্ট ১২। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে চতুর্থ পরাজয়ের স্বাদ পেয়েছে চার নম্বরে থাকা দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ১৮৬/৯ (ইমতিয়াজ ২৪, সায়েম ৭, মাহমুদ ৬৫, মার্শাল ২৮, ফরহাদ ১, জোহাইব ২, শরিফুল্লাহ ১৪, শাহানুর ১২, রেজা ৯, সানি ১৫*, শাকিল ০; আরাফাত ০/২১, মেহেদি ১/১৭, টিপু ২/৩৩, রাব্বি ১/২৬, নাঈম ১/৩৬, ফাওয়াদ ৩/৩৯, মমিনুল ০/১২)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৮.৫ ওভারে ১৮৯/৬ (জহুরুল ৯, মেহেদি ৫৯, মুমিনুল ১৬, ফাওয়াদ ৪৬, আসিফ ১, নাদিফ ১২, জাকের ৩১* নাঈম ১০*; সানি ০/৫০, শাকিল ০/২৪, জোহাইব ৫/৩৪, শরিফুল্লাহ ০/৪৯, শাহানুর ০/১৫, ফরহাদ ১/১৭)
ফল: গাজী গ্রুপ ৪ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদি হাসান
-
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন, বিউমন্ট
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চট্টগ্রাম কারাগার থেকে পালানো রুবেল ধরা পড়লেন নরসিংদীতে
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’