মেহেদির অলরাউন্ড নৈপুণ্যে সুপার সিক্সে গাজী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2018 06:42 PM BdST Updated: 18 Mar 2018 06:42 PM BdST
মেহেদি হাসানের অলরাউন্ড নৈপুণ্যে সহজেই প্রাইম দোলেশ্বরকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই জয় সুপার সিক্সে নিয়ে গেছে শিরোপাধারীদের।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একাদশ রাউন্ডের ম্যাচে ৪ উইকেটে জিতেছে গাজী। ১৮৭ রানের লক্ষ্য ৬৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
মিরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আবু সায়েমকে হারায় দোলেশ্বর।
তৃতীয় উইকেটে মার্শাল আইয়ুবের সঙ্গে ৬৮ রানের জুটিতে দলকে ৩ উইকেটে ১১০ রানে নিয়ে যান ফজলে মাহমুদ। মাত্র ৬ রানের মধ্যে মার্শাল, ফরহাদ হোসেন ও জোহাইব খানকে হারিয়ে চাপে পড়ে দোলেশ্বর।
১০৫ বলে ৬৫ রান করা মাহমুদ ফিরেন রান আউট হয়ে। পরের ব্যাটসম্যানরা পারেননি সময়ের দাবি মেটাতে। ১৮৬ রানে থামে দোলেশ্বর।
৩৯ রানে ৩ উইকেট নিয়ে গাজীর সেরা বোলার পাকিস্তনের অলরাউন্ডার ফাওয়াদ আলম। বাঁহাতি স্পিনার টিপু সুলতান ২ উইকেট নেন ৩৩ রানে। আঁটসাঁট বোলিংয়ে ১০ ওভারে মাত্র ১৭ রান দিয়ে একটি উইকেট নেন মেহেদি।
রান তাড়ায় ৫৩ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংসে দলকে পথ দেখান মেহেদি। অলরাউন্ড নৈপুণ্যে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ফাওয়াদ খেলেন ৭১ বলে ৪৬ রানের দায়িত্বশীল ইনিংস। নাঈম হাসানকে নিয়ে বাকিটা শেষ করেন জাকের আলী।
৩৪ রানে ৫ উইকেট নিয়ে দোলেশ্বরের সেরা বোলার পাকিস্তানী বাঁহাতি স্পিনার জোহাইব।
১১ ম্যাচে ষষ্ঠ জয়ে গাজীর পয়েন্ট ১২। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে চতুর্থ পরাজয়ের স্বাদ পেয়েছে চার নম্বরে থাকা দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ১৮৬/৯ (ইমতিয়াজ ২৪, সায়েম ৭, মাহমুদ ৬৫, মার্শাল ২৮, ফরহাদ ১, জোহাইব ২, শরিফুল্লাহ ১৪, শাহানুর ১২, রেজা ৯, সানি ১৫*, শাকিল ০; আরাফাত ০/২১, মেহেদি ১/১৭, টিপু ২/৩৩, রাব্বি ১/২৬, নাঈম ১/৩৬, ফাওয়াদ ৩/৩৯, মমিনুল ০/১২)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৮.৫ ওভারে ১৮৯/৬ (জহুরুল ৯, মেহেদি ৫৯, মুমিনুল ১৬, ফাওয়াদ ৪৬, আসিফ ১, নাদিফ ১২, জাকের ৩১* নাঈম ১০*; সানি ০/৫০, শাকিল ০/২৪, জোহাইব ৫/৩৪, শরিফুল্লাহ ০/৪৯, শাহানুর ০/১৫, ফরহাদ ১/১৭)
ফল: গাজী গ্রুপ ৪ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদি হাসান
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি