শেষ বলে মাসুমের চারে খেলাঘরের জয়

শেষ বলে চার হাঁকিয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে দারুণ এক জয় এনে দিলেন মাসুম খান। নখ কামড়ানো উত্তেজনার ম্যাচে হেরে সুপার সিক্সের আশা শেষ হয়ে গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 12:33 PM
Updated : 18 March 2018, 12:33 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একাদশ রাউন্ডের ম্যাচে ২ উইকেটে জিতেছে খেলাঘর। ২৬২ রানের লক্ষ্যে শেষ বলে পৌছে যায় তারা। নাটকীয় জয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে খেলাঘর।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রাইম ব্যাংক। সেখান থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ায় সবচেয়ে বড় অবদান আল আমিন জুনিয়রের। মিডল অর্ডার এই ব্যাটসম্যান ৯৬ বলে ১০ চার ও তিন ছক্কায় করেন ৯৪ রান।

শেষের দিকে সাজ্জাদুল হক, মনির হোসেন খান ও শরিফুল ইসলামদের ছোট ছোট অবদানে আড়াইশ পার হয় প্রাইম ব্যাংকের সংগ্রহ।

৫৮ রানে ৪ উইকেট নেন খেলাঘরের পেসার মোহাম্মদ সাদ্দাম। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ৩ উইকেট নেন ২৮ রানে।

রান তাড়ায় ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে শুরুটা ভালো হয়নি খেলাঘরের। দুই ফিফটিতে দলকে লড়াইয়ে ফেরান অমিত মজুমদার (৭১) ও অশোক মেনারিয়া।

শেষটায় ঝড় তুলে অসাধারণ এক জয় এনে দেন মাসুম। ২৩ বলে তিনি অপরাজিত থাকেন ৩৬ রানে।

দেলোয়ার হোসেনের করা শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। শেষ ৪ বলে ১১। দুটি বাউন্ডারি আর দুটি ডাবলসে কঠিন সমীকরণ মেলান মাসুম।

১১ ম্যাচে সপ্তম জয়ে তিন নম্বরে উঠে এল খেলাঘর। সমান ম্যাচে ষষ্ঠ পরাজয়ের স্বাদ পেল প্রাইম ব্যাংক।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৯.৫ ওভারে ২৬১ (মেহেদি ১০, মেহেরাব ৩৭, জাকির ০, আল-আমিন ৯৪, নাহিদুল ২৮, ইউসুফ ৬, দেলওয়ার ৭, সাজ্জাদুল ১৬, মনির ২১, শরিফুল ২২, এনামুল ৫*; রবিউল ২/২৫, তানভির ৩/২৮, রাফসান ০/১, মাহমুদ ০/৫৯, মইনুল ০/৪০, সাদ্দাম ৪/৫৮, মাসুম ১/২১, মেনারিয়া ০/২৪)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৫০ ওভারে ২৬৩/৮ (রবিউল ৮, সাদিকুর ৭, অমিত ৭১, রাফসান ৪০, মেনারিয়া ৬৩, মাহিদুল ২১, মইনুল ০, মাসুম ৩৬*, সাদ্দাম ৯, তানভির ০*; এনামুল ১/২৭, নাহিদুল ১/২৪, ইউসুফ ০/৬২, আল-আমিন ০/১৬, শরিফুল ৪/৫০, দেলওয়ার ০/৬৮, মনির ০/১৫)

ফল: খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ২ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: অমিত মজুমদার