শান্তর সেঞ্চুরিতে জয়ে ফিরল আবাহনী

আগের ম্যাচের দুঃস্বপ্ন ভুলে ঘুরে দাঁড়াল আবাহনী। নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে জিতল সহজেই। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতেও শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে জেতাতে পারলেন না ফারদিন হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 11:28 AM
Updated : 18 March 2018, 11:28 AM

দশম রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স বিপক্ষে ফতুল্লায় মাত্র ১১৩ রনে অলআউট হয় আবাহনী। সেই ম্যাচ ৮ উইকেট হারা দলটি এবার জিতল তিনশ ছাড়ানো ইনিংস গড়ে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একাদশ রাউন্ডের ম্যাচে ৫৬ রানে জিতেছে আবাহনী। ৩৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শাইনপুকুর ৩ উইকেটে করে ২৭৯ রান।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে এনামুল হককে হারায় আবাহনী। দ্বিতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে ১৮৫ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন শান্ত।

মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি সাইফ। ১১৪ বলে খেলা সাইফের ৯৪ রানের ইনিংসটি গড়া ৭টি চার ও ৪টি ছক্কায়।

শান্তর সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে ফিরে যান নাসির হোসেন। অধিনায়ক ২৪ বলে খেলেন ৪৫ রানের ইনিংস।

ম্যাচ সেরা শান্ত শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫০ রানে। ৪৭ বলে পৌঁছান ফিফটিতে। তিন অঙ্কে যান ৯৮ বলে। তার ১২০ বলের ইনিংস গড়া নয়টি করে ছক্কা-চারে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে শান্ত পেলেন চতুর্থ সেঞ্চুরি। দুই ম্যাচ আগে অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১৩৩ রানের ইনিংস। সেটাই ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সেরা।

রান তাড়ায় সাদমান ইসলামের সঙ্গে ১২৫ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন ফারদিন। তৌহিদ হৃদয়ের সঙ্গে উপহার দেন আরেকটি শতরানের জুটি।

লিগে নিজের পঞ্চম ম্যাচে প্রথম সেঞ্চুরি পেয়ে গেলেন ফারদিন। তিন অঙ্কে যাওয়ার পরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ১১৮ বলে ৯ চার ও দুই ছক্কায় করেন ১০৪ রান।

ঝড় তোলা হৃদয়কে (৭২ বলে ৮৩) ফেরান মাশরাফি বিন মুর্তজা। অভিজ্ঞ এই পেসার পরে ফেরান আফিফ হোসেনকে।

৩৫ রানে ২ উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার মাশরাফি। নাসির ১ উইকেট নেন ৩৪ রানে।

১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে আবাহনী। সমান ম্যাচে ষষ্ঠ পরাজয়ের স্বাদ পেল শাইনপুকুর।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী: ৫০ ওভারে ৩৩৫/৪ (এনামুল ১৮, সাইফ ৯৪, শান্ত ১৫০*, নাসির ৪৫, মিঠুন ৯, মোসাদ্দেক ৯*; সাইফ ২/৫০, রায়হান ০/৬৩, আফিফ ০/৫৪, নাঈম জুনিয়র ২/৭৩, হৃদয় ০/৩০, মিনহাজ ০/৪৭, হৃদয় ০/১৭)

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৭৯/৩ (ফারদিন ১০৪* আহত অবসর, সাদমান ৫৬, হৃদয় ৮৩, আফিফ ১৫, মিনহাজ ৫*, সজীব ১*; মাশরাফি ২/৩৫, আরিফুল ০/৪২, সন্দীপ ০/২৮, নাসির ১/৩৪, মোসাদ্দেক ০/৪৪, সানজামুল ০/৫২, মনন ০/৪০)

ফল: আবাহনী ৫৬ রানে জয়ী

ম্যান অব দ্য জয়: নাজমুল হোসেন শান্ত