আইপিএলে খেলায় বাড়তি সুবিধা দেখেন না সাকিব

আইপিএলে খেলার কারণে ভারত দলের প্রায় সব ক্রিকেটার সম্পর্কে জানেন সাকিব আল হাসান। তবে তার জন্য ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাড়তি কোনো সুবিধা দেখছেন না বাংলাদেশ অধিনায়ক। তিনি মনে করছেন, আধুনিক প্রযুক্তির জন্য এখন সবাই সবার খেলা সম্পর্কে প্রায় সব কিছুই জানে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2018, 03:43 PM
Updated : 17 March 2018, 04:21 PM

আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব জানান, ভারতীয়দের স্বচ্ছন্দে খেলতে না দেওয়ার পরিকল্পনা নিয়ে নামবে তার দল।

“সত্যি কথা বলতে, এখনকার দিনে প্রযুক্তির কারণে সবাই সবার খেলা সম্পর্কে ধারণা রাখে। অবশ্যই ওদের বিপক্ষে কিছু পরিকল্পনা করা হবে। ওরা অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। আমাদের ওদের অনেক খেলা দেখেছি। আমাদের সবার ভেতরে একটা ধারণা আছে যে, ওরা কী করতে পারে, না পারে।”

“অবশ্যই চেষ্টা থাকবে, ওদের স্বচ্ছন্দে খেলতে না দেওয়ার। আমার মনে হয়, ম্যাচের শুরুটা খুব গুরুত্বপূর্ণ হবে। আর মোমেন্টামটা ধরে রাখতে পারাও খুব গুরুত্বপূর্ণ হবে।”