আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস: মাহমুদউল্লাহ

১৮ বল খেলে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন মাহমুদউল্লাহ। ঝড় তোলা থিসারা পেরেরা, কুসল পেরেরাকে ছাপিয়ে রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক তিনি। অপরাজিত ৪৩ রানের ইনিংসকে বর্ণনা করলেন তার অন্যতম সেরা ইনিংস হিসেবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 08:00 PM
Updated : 17 March 2018, 04:15 AM

১৮ বলের মধ্যে মাত্র দুটি ডট বল খেলেন মাহমুদউল্লাহ। টর্নেডো ইনিংসে তিনটি চারের সঙ্গে হাঁকান দুটি দারুণ ছক্কা। মুখোমুখি হওয়া প্রথম বলে চার হাঁকিয়ে শুরু করেন তিনি, ম্যাচ শেষ করেন ফ্লিকে দুর্দান্ত এক ছক্কায়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে ম্যাচ সেরা মাহমুদউল্লাহ জানান, সাকিব আল হাসান ফিরে যাওয়ায় খুব চাপ ছিল তার ওপর।

“আমার অন্যতম সেরা ইনিংস।...পরিকল্পনা ছিল, বল যতটা সম্ভব জোরে মারা।”

সাকিব ফিরে যাওয়ার সময় ২ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৩ রান। প্রথম ১০ বলে ২০ রান করা মাহমুদউল্লাহ সেই সময়ে ৮ বল খেলে তুলে নেন প্রয়োজনীয় ২৩ রান।

শেষ ওভারে মাহমুদউল্লাহ যখন স্ট্রাইক পান তখন প্রয়োজন ছিল ৪ বলে ১২ রান। বাউন্ডারিতে জাগান আশা। পরের বলে দুই। দুই বলে যখন প্রয়োজন ৬ রান, তখন অবিস্মরণীয় ফ্লিকে ছক্কা।