আয়ারল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু জিম্বাবুয়ের

গ্রায়েম ক্রিমার ও টেন্ডাই চিশোরোর দারুণ বোলিংয়ে আয়ারল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সে শুভ সূচনা করেছে জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 03:42 PM
Updated : 16 March 2018, 03:48 PM

হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে শুক্রবার আইরিশদের ১০৭ রানে হারায় স্বাগতিকরা। ২১১ রানের জবাবে ১০৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে ৮৭ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে।

স্বাগতিকদের ত্রাতা সিকান্দার রাজা। তার অপরাজিত ৬৯ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় দল। ম্যাচ সেরা রাজার ৮৩ বলের ইনিংসটি ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো।

৩৬ রানে তিন উইকেট নেন টিম মারটাগ।

রান তাড়ায় পল স্টার্লিং একপ্রান্ত আগলে রাখেন। তবে অন্য প্রান্তে দ্রুত উইকেট হারায় আয়ারল্যান্ড। মাত্র ৫৪ রানে ফিরে যান পাঁচ ব্যাটসম্যান।

দলীয় ৮৬ রানে রান-আউট হন স্টার্লিং (৪১)। এরপর বেশিদূর এগোয়নি আয়ারল্যান্ডের ইনিংস।

তিনটি করে উইকেট নেন চিশোরা ও ক্রিমার।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২১১/৯ (জুওয়াও ২০, মিরে ১১, মাসাকাদজা ১৮, টেইলর ২৫, উইলিয়ামস ৯, আরভিন ২০, রাজা ৬৯* ক্রিমার ৪, চিশোরো ২১, জার্ভিস ১, মুজারাবানি ১*;  মারটাগ ৩/৩৬, ম্যাকার্থি ১/৫৯, র‌্যাঙ্কিন ১/৩৫, ম্যাকব্রাইন ২/৪২, কেভিন ১/২২, স্টার্লিং ০/১২)

আয়ারল্যান্ড: ৩৪.২ ওভারে ১০৪ (পোর্টারফিল্ড ৭, স্টার্লিং ৪১, বালবিরনি ২, জয়েস ০, নায়াল ৮, কেভিন ৭, উইলসন ১৫, ম্যাকব্রায়ান ৯*, ম্যাকার্থি ২, র‌্যাঙ্কিন ১ মারটাগ ৪; জার্ভিস ১/২০, চিশোরো ৩/২২, মুজারাবানি ০/১৫ উইলিয়ামস ১/১৭ ক্রিমার ৩/১৮, রাজা ১/১১)

ফল: ১০৭ রানে জয়ী জিম্বাবুয়ে

ম্যাচ সেরা: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)