রাকিনের ব্যাটে জিতল শেখ জামাল

ক্যারিয়ার সেরা ইনিংসে পথ দেখালেন রাকিন আহমেদ। অপরাজিত ফিফটিতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন তানবীর হায়দার। বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন ইলিয়াস সানি। কলাবাগান ক্রীড়া চক্রকে সহজেই হারাল শেখ জামাল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 01:13 PM
Updated : 16 March 2018, 01:14 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম রাউন্ডের ম্যাচে ৭৩ রানে জিতেছে শেখ জামাল। ২৬৪ রানের লক্ষ্য তাড়ায় ১৯০ রানে গুটিয়ে যায় কলাবাগান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সৈকত আলীকে হারায় শেখ জামাল। দ্বিতীয় উইকেটে পিনাক ঘোষের সঙ্গে ১২১ রানের জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান রাকিন।

৭৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭১ রান করে ফিরেন রাকিন। ওপেনার পিনাক বিদায় নেন ৪৯ রান করে।

দ্রুত উইকেট হারিয়ে ভালো শুরুর সুবিধা হারাতে বসেছিল শেখ জামাল। ৬০ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে দলকে ২৬৩ পর্যন্ত নিয়ে যান তানবীর।

৪৫ রানে ৩ উইকেট নিয়ে কলাবাগানের সেরা বোলার পেসার আবুল হাসান।

রান তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি কলাবাগানের। ২০তম ওভারে ৪৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। জোড়া ফিফটিতে প্রতিরোধ গড়েন তাইবুর রহমান ও মুক্তার আলী। দুই জনেই ফিরেন ৫১ রান করে। শেষের দিকে হাসানের ৩২ রানে পরাজয়ের ব্যবধান কমায় কলাবাগান।

৩৬ রানে ৪ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার বাঁহাতি স্পিনার সানি।

১০ ম্যাচে পঞ্চম জয় পেল শেখ জামাল। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে ছয় নম্বরে। সমান ম্যাচে অষ্টম পরাজয়ের স্বাদ পাওয়া কলাবাগান ৪ পয়েন্ট নিয়ে থাকল সবার নিচেই।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৯.৫ ওভারে ২৬৩ (সৈকত ২, পিনাক ৪৯, রাকিন ৭১, শচিন ৭, তানবীর ৬১*, জিয়া ৮, সোহাগ ২৩, সানি ৫, রবিউল ৯, জাবিদ ১, কামরুল ০; হাসান ৩.৪৫, সঞ্জিত ১/২৩, নাবিল ১/৫৪, রিয়াজুল ১/৩৯, মুক্তার ০/৩৯, মাহমুদুল ১/৩৩, তাইবুর ০/২১)

কলাবাগান ক্রীড়া চক্র: ৪৭.৩ ওভারে ১৯০ (গোস্বামী ১২, তাসামুল ১, আশরাফুল ১৬, মাহমুদুল ৫, তাইবুর ৫১, ফারুক ১, মুক্তার ৫১, হাসান ৩২, রিয়াজুল ৫, সঞ্জিত ৬, নাবিল ০*; রবিউল ১/৩২, সোহাগ ১/২৩, সৈকত ০/১৬, কামরুল ২/৪৭, সানি ৪/৩৬, তানবীর ০/২৫, শচিন ১/৭)

ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৭৩ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: রাকিন আহমেদ