ম্যাচের আগে প্রেমাদাসার নেটে সাকিব

ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়। সাকিব আল হাসানকে মাঠে দেখা গেল বিকেল সাড়ে চারটায়। সঙ্গে দলের স্পিন কোচ সুনীল যোশী। মাঠে নেমে সাকিব আগে গেলেন উইকেট দেখতে। তার পর প্রেমাদাসার নেটে। চলল ব্যাটিং অনুশীলন।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 11:37 AM
Updated : 16 March 2018, 11:39 AM

নেটে সাকিবকে থ্রো ডাউন খেলাচ্ছিলেন যোশী। পরে বল হাতে এলেন দলের দুই পেসার তাসকিন আহমেদ ও আবু জায়েদ চৌধুরী। কিছুক্ষণ নতুন বলে খেলার পর সাকিব তাসকিন ও আবু জায়েদকে বললেন পুরোনো বলে বল করতে।

“শরীরের কি অবস্থা?” জিজ্ঞেস করায় নেটে যেতেযেতে সাকিব শুধু বললেন, “দেখি ব্যাট করে, কেমন লাগে।”

আঙুলের চোটে গোটা টুর্নামেন্ট থেকেই সাকিব ছিটকে গিয়েছেন বলে জানানো হয়েছিল। তবে বৃহস্পতিবার সকালে আচমকাই বিসিবি জানায়, পুরো সুস্থ হয়ে দলে যোগ দিচ্ছেন সাকিব। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ের আগের দিন বিকেলে দলের সঙ্গে যোগ দেন এই অলরাউন্ডার।

জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। এরপর তিনি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায়।