আবাহনীকে ধরে ফেলল রূপগঞ্জ

ব্রাদার্স ইউনিয়নকে কম রানে বেঁধে রাখলেন আসিফ হাসান ও মোহাম্মদ শহীদ। দারুণ এক ইনিংসে বাকিটা সারলেন আব্দুল মজিদ। সহজ জয়ে সুপার সিক্স নিশ্চিত করল লেজেন্ডস অব রূপগঞ্জ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 11:23 AM
Updated : 16 March 2018, 11:23 AM

এই জয়ে পয়েন্টের দিক থেকে আবাহনীকে ধরে ফেলল রূপগঞ্জ। দুই দলেরই পয়েন্ট ১৪। তবে রান রেটে পিছিয়ে নাঈম ইসলামের দল।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম রাউন্ডের ম্যাচে ৭ উইকেটে জিতেছে রূপগঞ্জ। ১৭৯ রানের লক্ষ্য ৭৫ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৭৭ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিক। দুই ওপেনারকেই ফেরান বাঁহাতি স্পিনার আসিফ।

৫৮ বলে ১০ চার ও দুই ছক্কায় ৬৩ রান করেন মিজানুর। দেবব্রত দাস দলকে নিয়ে যান ৩ উকেটে ১৫০ রানে। এরপর মাত্র ২৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে দুইশ রানের আগেই গুটিয়ে যায় ব্রাদার্স। দলটির শেষ পাঁচ ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি দুই অঙ্কে।

ম্যাচ সেরা আসিফ ২৩ রানে নেন ৪ উইকেট। পেসার শহীদ ৪ উইকেট নেন ৪১ রানে।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই সালাউদ্দিন পাপ্পুকে হারায় রূপগঞ্জ। মোহাম্মদ নাইমের সঙ্গে ৭১ ও অধিনায়ক নাঈমের সঙ্গে ৬৯ রানের দুটি জুটিতে মজিদ দলকে নিয়ে যান জয়ের পথে। পারভেজ রসুলকে নিয়ে বাকিটা সারেন এই ওপেনার।

ছক্কায় ম্যাচ শেষ করা মজিদ ১১০ বলে ৭টি ছক্কা ও ৫টি চারে করেন ৯৪ রান। লিগে এটি তার পঞ্চম পঞ্চাশ ছোঁয়া ইনিংস।

এই হারে সুপার সিক্সের পথ অনেক কঠিন হয়ে গেল ব্রাদার্সের। ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে দলটি। 

সংক্ষিপ্ত স্কোর:

ব্রাদার্স  ইউনিয়ন: ৪৮.১ ওভারে ১‌৭৮ (মিজানুর ৬৩, জুনায়েদ ২৬, মাইশুকুর ১২, দেবব্রত ৩১, কাপালী ২০, ইয়াসির ১৪, শুভ ০, সাজ্জাদ ১, রনি ০, শাখাওয়াত ১, খালেদ ১; শহীদ ৪/৪১, রসুল ২/৩১, মোশাররফ ০/৩৯, আসিফ ৪/২৩, রাসেল ০/৩৬)

লেজেন্ডস অব রূপগঞ্জ: ৩৭.৩ ওভারে ১৮৩/৩ (পাপ্পু ৮, মজিদ ৯৪*, নাইম ৩২, নাঈম ৩৬, রসুল ৭*; শুভ ১/৪১, খালেদ ০/২৯, সাজ্জাদ ০/৪৬, শাখাওয়াত ১/২৯, কাপালী ০/২৯, রনি ০/৭)

ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: আসিফ হাসান