মাহমুদউল্লাহর চাপতত্ত্ব উড়িয়ে দিলেন হাথুরুসিংহে

মাহমুদউল্লাহ চাপটা চাপিয়ে দিতে চেয়েছিলেন লঙ্কানদের ওপর। তবে সেটাকে যেন তুড়ি মেরেই উড়িয়ে দিলেন চন্দিকা হাথুরুসিংহে। কার্যত সেমি-ফাইনালে রূপ নেওয়া ম্যাচের আগে স্বাগতিকদের ওপর কোনো চাপই দেখছেন না শ্রীলঙ্কান কোচ।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2018, 02:30 PM
Updated : 15 March 2018, 02:30 PM

ত্রিদেশীয় সিরিজে প্রাথমিক পর্বের শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে সেমি-ফাইনাল। শুক্রবার বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ে জয়ী দল ভারতের বিপক্ষে খেলবে রোববারের ফাইনালে। যেহেতু শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্ট, তাদের সাফল্যের তাড়নাও বেশি। গ্যালারি ভরা দর্শক, মাঠের বাইরেও সবার প্রত্যাশা দলের জয়। মাহমুদউল্লাহর মতে, জিততেই হবে এমন ম্যাচে এসব চাপে রাখবে শ্রীলঙ্কাকে।

তবে ম্যাচের আগের দিন সেই চাপের প্রসঙ্গ পাত্তাই দিলেন না হাথুরুসিংহে।

“আমি তো চাপের উপস্থিতি দেখি না। চাপ বলে কিছু আছে, সেটিই জানি না। আমরা স্রেফ আরেকটি ম্যাচ খেলছি। সেমি-ফাইনাল ম্যাচের মতো হোক বা আর দশটি ম্যাচের মতো, আমাদের জিততে হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি আমরা যেভাবে খেলেছি, এই ম্যাচকেও সেভাবেই নিচ্ছি।”