নাহিদুলের ফিফটিতে প্রাইম ব্যাংকের জয়

তিনটি করে উইকেট নিয়ে লক্ষ্যটা হাতের নাগালে রাখলেন মনির হোসেন খান ও শরিফুল ইসলাম। ব্যাটিংয়ে বাকিটা সারলেন নাহিদুল ইসলাম। অপরাজিত ফিফটিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে এনে দিলেন জয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2018, 11:21 AM
Updated : 14 March 2018, 11:31 AM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম রাউন্ডের ম্যাচে ৫ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক। ২৫২ রানের লক্ষ্য ২০ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ৩৬ রানে দুই উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি শাইনপুকুরের।

সাদমান ইসলাম (৪৪) ও উদয় কাউলের (৫২) ব্যাটে শুরুর ধাক্কা সামাল দেয় শাইনপুকুর। এক সময়ে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ১৯৩ রান। শেষে প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি দলটির কেউই।

৫৮ রানে শেষ ৬ উইকেট হারানো শাইনপুকুর গুটিয়ে যায় ২৫১ রানে।

৪০ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার মনির। বাঁহাতি পেসার শরিফুল ৩ উইকেট নেন ৪৬ রানে।

রান তাড়ায় মেহেদি মারুফের ৪১ ও আল আমিন জুনিয়রের ৩৫ রানের পরও ১২৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রাইম ব্যাংক।

ইউসুফ পাঠানের সঙ্গে ৭৮ রানের জুটিতে দলকে দুইশ রানে নিয়ে যান নাহিদুল। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে দেলোয়ার হোসেনের সঙ্গে ৫১ রানের জুটিতে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

৭৮ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন নাহিদুল। দারুণ ইনিংসে মিডল অর্ডার ব্যাটসম্যান জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

১০ ম্যাচে পঞ্চম জয় পেল প্রাইম ব্যাংক। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পেল শাইনপুকুর। 

সংক্ষিপ্ত স্কোর:

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৯.৫ ওভারে ২৫১ (সাদমান ৪৪, সাব্বির ২৬, সজিব ০, কাউল ৫২, হৃদয় ৩৯, আফিফ ২৪, শুভাগত ৯, সাইফ ১৯, গাফ্ফার ১২, রায়হান ৪, নাঈম জুনিয়র ৩*; নাহিদুল ১/২২, শরিফুল ৩/৪৬, দেলোয়ার ১/৪৪, এনামুল জুনিয়র ২/৪৭, ইউসুফ ০/৩৭, আল আমিন জুনিয়র ০/৯, মনির ৩/৪০)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৬.৪ ওভারে ২৫২/৫ (মারুফ ৪১, মেহরাব জুনিয়র ১৭, জাকির ১৪, আল আমিন জুনিয়র ৩৫, নাহিদুল ৭৩*, ইউসুফ ৩২, দেলোয়ার ২৪*; সাইফ ০/২৮, আফিফ ০/৫০, গাফ্ফার ০/৩৩, নাঈম জুনিয়র ২/৪৯, রায়হান ২/৫২, শুভাগত ০/৩৩)

ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: নাহিদুল ইসলাম