ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় মর্মাহত বাংলাদেশ দল

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ের পর খুশির আবহে ছিল বাংলাদেশ দল। বেশ কিছুদিন পর পাওয়া জয়ে সবার মনে ছিল ভালো লাগার ঢেউ। কিন্তু নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবরে নেমে আসে বিষাদের জোয়ার। ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দল।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2018, 09:01 AM
Updated : 13 March 2018, 09:01 AM

সোমবার খবরটি জানার পর থেকেই সবার মন ছিল ভার। খোঁজখবর নিয়েছেন সবাই, এটি নিয়েই ছিল আলোচনা। কলম্বোতে থেকেও ক্রিকেটারদের মন কাঁদছে হতাহতদের ও তাদের স্বজনদের জন্য।

মঙ্গলবার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনে এসে দলের সবার মনোবেদনার কথা জানালেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

“গতকাল যখন আমরা খবরটি পেয়েছিলাম, আমাদের খারাপ লেগেছে। আমরা খুবই মর্মাহত। মর্মান্তিক দুর্ঘটনা। হয়তো আমার কোনো আত্মীয় থাকতে পারত। কিংবা আত্মীয়ের আত্মীয় বা কাছের কেউ।”

“যা হয়েছে, খুবই বেদনাদায়ক। আমার ও আমাদের দলের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা থাকছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ যেন তাদের পরিবারকে সহ্য করার ক্ষমতা দেন।”

সোমবার দুর্ঘটনার পর অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলাদা করে শোক জানিয়েছেন দলের অনেক ক্রিকেটারই।

নিহতদের স্মরণে বুধবার ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পড়ে নামবে দল।