তানবীরকে ছাপিয়ে নায়ক তানভীর
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2018 05:11 PM BdST Updated: 12 Mar 2018 05:11 PM BdST
লড়িয়ে এক ফিফটিতে চেষ্টা করেছিলেন তানবীর হায়দার। তবে পেরে উঠেননি তিনি, পারেনি তার ক্লাব শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। তানভীর ইসলাম ও আনজুম আহমেদের দারুণ বোলিংয়ে সহজেই জিতেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ডের ম্যাচে ৬ উইকেটে জিতেছে খেলাঘর। শেখ জামালের ১৬৭ রান ১০ ওভার বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শেখ জামালের। ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলটি দেড়শ ছাড়ায় তানবীর ও আল ইমরানের ব্যাটে। সপ্তম উইকেটে দুই জনে গড়েন ৭১ রানের জুটি।
৬৫ বলে ৫টি চারে ৫২ রান করে ফিরেন লেগ স্পিনিং অলরাউন্ডার তানবীর। তার বিদায়ের পর বেশি দূর এগোয়নি শেখ জামালের সংগ্রহ।
টানা পাঁচ ম্যাচে উইকেটশূন্য থাকার পর জ্বলে উঠলেন তানভীর। ৩০ রানে ৪ উইকেট নিয়ে বাঁহাতি এই স্পিনার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। আনজুম ৩ উইকেট নেন ১৬ রানে।
ছোট লক্ষ্য তাড়ায় ৭০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে খেলাঘর। তবে ৯৭ রানের দারুণ জুটিতে ধাক্কা সামাল দেন রাফসান আল মাহমুদ ও অশোক মেনারিয়া।
৪৯ রান করে ফিরে যান রাফসান। জয় সঙ্গে নিয়ে ফেরা মেনারিয়া ৭ চারে করেন ৫৮ রান।
নয় ম্যাচে পঞ্চম জয় পেল খেলাঘর। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পেল শেখ জামাল।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৮ ওভারে ১৬৭ (সৈকত ২৪, হাসান ১৪, জিয়া ০, শচিন ১৩, তানবীর ৫২, সানি ৫, সোহাগ ২, আল ইমরান ২০, রবিউল ৬*, সাজেদুল ৯, মাহমুদুল ১০; সাদ্দাম ০/২৯, রবি ০/১৭, তানভীর ৪/৩০, আনজুম ৩/১৬, মাসুম ১/১২, মইনুল ২/৩২, মেনারিয়া ০/২৬)
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৪০ ওভারে ১৬৮/৪ (রবি ৩৪, মাহিদুল ১৪, অমিত ৯, রাফসান ৪৯, মেনারিয়া ৫৮*, মইনুল ১*; সাজেদুল ১/২৯, সোহাগ ১/২৬, সানি ০/১৯, রবিউল ১/২৯, আল ইমরান ০/১৪, তানবীর ০/৩৩, শচিন ০/১৭)
ফল: খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: তানভীর ইসলাম
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
-
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
-
রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ