তানবীরকে ছাপিয়ে নায়ক তানভীর

লড়িয়ে এক ফিফটিতে চেষ্টা করেছিলেন তানবীর হায়দার। তবে পেরে উঠেননি তিনি, পারেনি তার ক্লাব শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। তানভীর ইসলাম ও আনজুম আহমেদের দারুণ বোলিংয়ে সহজেই জিতেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2018, 11:11 AM
Updated : 12 March 2018, 11:11 AM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ডের ম্যাচে ৬ উইকেটে জিতেছে খেলাঘর। শেখ জামালের ১৬৭ রান ১০ ওভার বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শেখ জামালের। ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলটি দেড়শ ছাড়ায় তানবীর ও আল ইমরানের ব্যাটে। সপ্তম উইকেটে দুই জনে গড়েন ৭১ রানের জুটি।

৬৫ বলে ৫টি চারে ৫২ রান করে ফিরেন লেগ স্পিনিং অলরাউন্ডার তানবীর। তার বিদায়ের পর বেশি দূর এগোয়নি শেখ জামালের সংগ্রহ।

টানা পাঁচ ম্যাচে উইকেটশূন্য থাকার পর জ্বলে উঠলেন তানভীর। ৩০ রানে ৪ উইকেট নিয়ে বাঁহাতি এই স্পিনার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। আনজুম ৩ উইকেট নেন ১৬ রানে।

ছোট লক্ষ্য তাড়ায় ৭০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে খেলাঘর। তবে ৯৭ রানের দারুণ জুটিতে ধাক্কা সামাল দেন রাফসান আল মাহমুদ ও অশোক মেনারিয়া।

৪৯ রান করে ফিরে যান রাফসান। জয় সঙ্গে নিয়ে ফেরা মেনারিয়া ৭ চারে করেন ৫৮ রান।

নয় ম্যাচে পঞ্চম জয় পেল খেলাঘর। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পেল শেখ জামাল।

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৮ ওভারে ১৬৭ (সৈকত ২৪, হাসান ১৪, জিয়া ০, শচিন ১৩, তানবীর ৫২, সানি ৫, সোহাগ ২, আল ইমরান ২০, রবিউল ৬*, সাজেদুল ৯, মাহমুদুল ১০; সাদ্দাম ০/২৯, রবি ০/১৭, তানভীর ৪/৩০, আনজুম ৩/১৬, মাসুম ১/১২, মইনুল ২/৩২, মেনারিয়া ০/২৬)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৪০ ওভারে ১৬৮/৪ (রবি ৩৪, মাহিদুল ১৪, অমিত ৯, রাফসান ৪৯, মেনারিয়া ৫৮*, মইনুল ১*; সাজেদুল ১/২৯, সোহাগ ১/২৬, সানি ০/১৯, রবিউল ১/২৯, আল ইমরান ০/১৪, তানবীর ০/৩৩, শচিন ০/১৭)

ফল: খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৬ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: তানভীর ইসলাম