ম্যাচ জেতানো ইনিংস ছেলেকে উৎসর্গ
ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2018 09:39 AM BdST Updated: 11 Mar 2018 06:53 PM BdST
পাঁচ সপ্তাহ আগে মুশফিকুর রহিমের জীবনে ছিল বিশেষ একটি দিন। বাবা হওয়ার স্বাদ পেয়েছিলেন প্রথমবার। এবার তার পেশাগত জীবনে এলো একটি বিশেষ দিন। অসাধারণ ইনিংস খেলে জেতালেন দেশকে। দুটি আনন্দের উপলক্ষ্যকে এক সুতোয় গাঁথলেন মুশফিক। ম্যাচ জেতানো ইনিংস উৎসর্গ করলেন শিশু সন্তানকে।
Related Stories
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়ের নায়ক মুশফিক। অসাধারণ ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন রেকর্ড গড়া জয়। ৩৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে হাতে।
ম্যাচের পরিস্থিতি আর গত কিছুদিনে দলের দুর্দশা মিলিয়ে এই জয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা জয়। মুশফিকের ইনিংসটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা। বিশেষ ইনিংসটির মুশফিকের মনে পড়ল বিশেষ একজনের কথা।
মুশফিকের প্রথম সন্তান পৃথিবীর আলোয় এসেছে গত ৫ ফেব্রুয়ারি। ৩৫ বলের বিধ্বংসী ইনিংসটি ৩৫ দিন বয়সী ছেলে শাহরোজ রহিম মায়ানকে উৎসর্গ করলেন মুশফিক।
“এই জয় আমাদের খুব করে দরকার ছিল। শেষ পর্যন্ত স্নায়ু ধরে রাখার কৃতিত্ব ব্যাটসম্যানদের দিতে হবে। লিটন ও তামিম যেভাবে ম্যাচের ভিত গড়ে দিয়েছে, সেটা ছিল অসাধারণ।”
“দলের জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটি আমরা পেরেছি। আমার ইনিংসটি উৎসর্গ করলাম ছেলেকে, ওর বয়স কেবল ৩৫ দিন।”
-
এবার পিটারসেনদের কাছে হার রফিকদের
-
ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম
-
৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
-
শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
-
ওয়ার্ন-ইমরানদের ছুঁয়ে ক্যালিসের কাছে অশ্বিন
-
গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
-
নীলের তৃষ্ণার ৬ উইকেটে বিধ্বস্ত লাল
-
কোহলির নেতৃত্বের প্রশংসায় ডি ভিলিয়ার্স
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম