পাওয়েলের সেঞ্চুরিতে সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাঁকালেন রোভম্যান পাওয়েল। তার ঝড়ো ইনিংসে আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপ থেকে সবার আগে সুপার সিক্স নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2018, 05:28 PM
Updated : 10 March 2018, 05:28 PM

শনিবার আইরিশদের বিপক্ষে ৫২ রানে জিতেছে জ্যাসন হোল্ডারের দল।

হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮৩ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ষষ্ঠ উইকেটে হোল্ডারের সঙ্গে ৮৬ রানের জুটি গড়ে দলকে লড়াকু সংগ্রহের দিকে এগিয়ে নেন পাওয়েল।

৫৪ রানে আউট হন হোল্ডার। এরপর অনেকটা একাই দলকে টানেন পাওয়েল। দলীয় ২৫৬ রানে আউট হয়ে যান ডানহাতি এই ব্যাটসম্যান। তার ১০০ বলের ইনিংসটি সাজানো ৭টি করে চার ও ছক্কায়।

৪১ রানে চার উইকেট নিয়ে আয়ারল্যান্ডের সবচেয়ে সফল বোলার টিম মার্টাগ।

জবাবে ২৫ বল বাকি থাকতেই ২০৫ রানে গুঁড়িয়ে যায় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৬৩ রান করেন এড জয়েস।  নেইল ও’ব্রায়েন ৩৪ ও কেভিন ও’ব্রায়েন ৩৮ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে চারটি করে উইকেট নেন কেসরিক উইলিয়ামস ও কেমার রোচ। 

তিন ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে ‘এ’ গ্রুপের শীর্ষে।

গ্রুপে দিনের অপর ম্যাচে নেদারল্যান্ডস ৫৭ রানে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে।

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৬ রান করে নেদারল্যান্ডস। অপরাজিত থেকে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন সিকান্দার জুলফিকার।

জবাবে ৪২.১ ওভারে ১৫৯ রানে গুড়িয়ে যায় পাপুয়া নিউ গিনি। দলটির হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক আসাদ ভালা।

৪৬ রানে ৪ উইকেট নিয়ে নেদারল্যান্ডসের সবচেয়ে সফল বোলার রয়েলফ ফন ডার মারউই।