ব্যাটিং ব্যর্থতাকেই দায় দিলেন অধিনায়ক

উইকেট একটু মন্থর ছিল। ব্যাটে একটু দেরিতে এসেছে বল। তবে উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই মাহমুদউল্লাহর। বাংলাদেশ অধিনায়ক মনে করছেন, দায়িত্বশীল ব্যাটিংয়ে এই উইকেটে ১৭০/১৮০ রান করা সম্ভব ছিল। তার ধারে কাছেও যেতে না পারায় তিনি দুষলেন দলের ব্যাটসম্যানদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2018, 07:09 PM
Updated : 8 March 2018, 07:13 PM

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে ভারতের বিপক্ষে ৮ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ। ৮ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানান, উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। 

“আমার মনে হয়, ১৭০-১৮০ রানের উইকেট ছিল। আমরা নিজেরাই ভালো করতে পারিনি। উইকেট নিয়ে কোনো অভিযাগ নেই। আমরা ব্যাটসম্যনরাই কাজে লাগাতে পারিনি।”

২০ ওভারের প্রায় অর্ধেক- ৫৫টি বল ডট খেলে বাংলাদেশ। অত ডট বলা খেলার মাশুল দিতে হয় মাঝারি সংগ্রহে থেমে। তাই দিন শেষে অধিনায়কের কাঠগড়ায় ব্যাটসম্যানরা।

“এই ম্যাচে দায় দেব ব্যাটসম্যানদেরই। কারণ, এত ভালো উইকেটে ভালো একটি পুঁজি বোলারদের দিতে পারিনি। বোলাররা অনেক চেষ্টা করেছে। রবেল, তাসকিন, মুস্তাফিজ ভালো করেছে। এটা ইতিবাচক দিক। এখন ব্যাটসম্যানরা একটু দায়িত্ব নিয়ে ভালো করতে হবে।”

শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।