নাইম-নাঈমে ম্লান রবির সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2018 05:46 PM BdST Updated: 08 Mar 2018 06:26 PM BdST
লেজেন্ডস অব রূপগঞ্জকে জয়ে ফিরিয়েছেন মোহাম্মদ নাইম ও নাঈম ইসলাম। তাদের দারুণ ব্যাটিংয়ে হেরে গেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। বিফলে গেছে মন্থর ব্যাটিংয়ে করা রবিউল ইসলাম রবির সেঞ্চুরি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে ৬ উইকেটে জিতেছে রূপগঞ্জ। ২৬০ রানের লক্ষ্য ২১ বল বাকি থাকতেই পেরিয়ে যায় নাঈমের দল।
বিকেএসপির তিন নম্বর মাঠে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে সাদিকুর রহমানকে হারায় খেলাঘর। শুরুর ধাক্কা সামাল দিয়ে ৪১.১ ওভারে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ১৮২ রানের জুটি গড়েন রবি।
মন্থর ব্যাটিং পরে কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা ছিল রবির। কিন্তু রানের গতি বাড়ানোর আগেই ফিরে যান মাহিদুল। তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ১২৫ বলে করেন ৮০ রান। দ্রুত রান তোলার চেষ্টায় ফিরে যান অমিত মজুমদার।
লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরি পাওয়া রবিকে ফেরান মোহাম্মদ শরীফ। তিন নম্বরে নেমে ১৩৮ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ক্যারিয়ার সেরা ১১৬ রান করেন রবি।
শেষের দিকে অশোক মেনারিয়া, মাসুম খানের ব্যাটে আড়াইশ পার হয় খেলাঘরের সংগ্রহ।
রান তাড়ায় ৭৮ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন আব্দুল মজিদ ও সালাউদ্দিন পাপ্পু। উইকেটরক্ষক ব্যাটসম্যান পাপ্পু ফিরে যান তিনটি করে ছক্কা-চারে ৩৫ রান করে। দলকে একশ রানে নিয়ে ফিরেন ছন্দে থাকা মজিদ (৪১)।
তৃতীয় উইকেটে তরুণ নাইমের সঙ্গে অধিনায়ক নাঈমের ১৪৪ রানের জুটি দলকে নিয়ে যায় জয়ের কাছে। ৬৪ বলে ৭০ রান আসে নাঈমের ব্যাট থেকে। ম্যাচ সেরা নাইম ৯৬ বলে করেন ৮২ রান।
তিন বলের মধ্যে দুই থিতু ব্যাটসম্যানকে বিদায় করে দেন রাফসান আল মাহমুদ। কিন্তু পারভেজ রসুলকে নিয়ে বাকিটা সহজেই সারেন তুষার ইমরান।
আট ম্যাচ পঞ্চম জয় পাওয়া রূপগঞ্জের পয়েন্ট ১০। রান রেটে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের চেয়ে পিছিয়ে তিন নম্বরে রয়েছে দলটি। ১৪ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরে আবাহনী। খেলাঘর পেল চতুর্থ পরাজয়ের স্বাদ।
সংক্ষিপ্ত স্কোর:
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৫০ ওভারে ২৫৯/৪ (সাদিকুর ৮, মাহিদুল ৮০, রবি ১১৬, অমিত ১৬, মেনারিয়া ১০*, মাসুম ১৯*; মোশাররফ ১/৪৭, শহীদ ১/৪৬, শরীফ ১/৫১, আসিফ ১/৩৩, রসুল ০/৬৩, নাঈম ০/১৩)
লেজেন্ডস অব রূপগঞ্জ: ৪৬.৩ ওভারে ২৬২/৪ (মজিদ ৪১, পাপ্পু ৩৫, নাইম ৮২, নাঈম ৭০, রসুল ৬*, তুষার ১২*; মাহমুদ ০/৪০, মইনুল ০/৩৫, মাসুম ০/১৩, তানভীর ০/৫৫, মেনারিয়া ২/৪৬, রবি ০/২৯, রাফসান ২/৩৫)
ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ নাইম
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু