সাদমানের সেঞ্চুরিতে শাইনপুকুরের জয়

আগের ম্যাচে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছিলেন সাদমান ইসলাম। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বাঁহাতি ওপেনার এবার গেলেন তিন অঙ্কে। ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে দলকে এনে দিলেন দারুণ জয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2018, 11:28 AM
Updated : 8 March 2018, 12:26 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে ৮ উইকেটে জিতেছে শাইনপুকুর। ২৬৩ রানের লক্ষ্য ৯ বল বাকি থাকতে পেরিয়ে যায় শুভাগত হোম চৌধুরীর দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ৩৫ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে শেখ জামাল। তৃতীয় উইকেটে হাসানুজ্জামানের সঙ্গে ১১৩ রানের জুটিতে দলকে পথ দেখান জিয়াউর রহমান।

৫৬ বলে ৬১ রান করা হাসানকে ফিরিয়ে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন আফিফ হোসেন। চারটি করে ছক্কা-চারে ৮৭ বলে ৭৯ রানের ইনিংসে দলকে ৩ উইকেটে ১৭৭ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান জিয়া।

৩১তম ওভারে জিয়া ফিরে যাওয়ার পর আর তেমন কোনো জুটি পায়নি শেখ জামাল। সময়ের দাবি মেটাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। অনেক বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে ২৬২ রানে গুটিয়ে যায় শেখ জামাল। দলটি শেষ ৭ উইকেট হারায় ৮৫ রানে।

অভিষেকে দারুণ বোলিং করেন অফ স্পিনার আব্দুল গফুর। শেষের দিকে বোলিংয়ে এসে আঁটসাঁট বোলিংয়ে ৭ ওভারে ১৪ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। দুটি করে উইকেট নেন শুভাগত, মোহাম্মদ সাইফ উদ্দিন ও সুজন হাওলাদারও।

রান তাড়ায় ফারদিন হাসানের সঙ্গে ৯৫ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন ম্যাচ সেরা সাদমান। বাঁহাতি ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটে উদয় কাউলের সঙ্গে গড়েন ৪৭ রানের আরেকটি জুটি।

অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে ১২১ রানের দারুণ জুটিতে দলকে জয় এনে দেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া সাদমান। আগের সেরা ১০৩ ছাড়িয়ে অপরাজিত থাকেন ১৪৪ রানে। তার ১৪৭ বলের ইনিংসে ৯টি চারের পাশে ছক্কা দুটি। ছন্দে থাকা হৃদয় ৫৬ বলে অপরাজিত থাকেন ৫০ রানে।

৮ ম্যাচে পঞ্চম জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে শাইনপুকুর। সমান ম্যাচে চতুর্থ হারের স্বাদ পেয়েছে শেখ জামাল। ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আবাহনী।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৯.৫ ওভারে ২৬২ (সৈকত ২৩, হাসান ৬১, সাক্সেনা ১, জিয়া ৭৯, সানি ২৮, সোহাগ ১১, তানবীর ৮, কামরুল ১৩, সাজেদুল ১১*, রবিউল ১৪, মাহমুদুল ২*; সাইফ ২/৫৬, সুজন ২/৫৭, নাঈম জুনিয়র ০/২৬, রায়হান ০/৩৯, শুভাগত ২/৪৮, আফিফ ১/১৬, গাফ্ফার ২/১৪)

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৮.৩ ওভারে ২৬৩/২ (ফারদিন ৩৮, সাদমান ১৪৪*, কাউল ১৩, হৃদয় ৫০*; সোহাগ ১/৪৬, সাজেদুল ০/২২, সাক্সেনা ০/৪৩, রবিউল ১/৪৯, জিয়া ০/৫৮, সানি ০/৩৭)

ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৮ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: সাদমান ইসলাম