দলকে অনুপ্রাণিত করতে শ্রীলঙ্কায় সাকিব

টুর্নামেন্টে না থেকেও ছিলেন তিনি। তাকে নিয়ে আলোচনা নিয়মিত। তার অভাব পূরণের উপায় নিয়ে চলছে গবেষণা। সেই সাকিব আল হাসান সশরীরে শ্রীলঙ্কায়! ত্রিদেশীয় সিরিজের আগে ছোট্ট সফরে বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করতে এসেছেন দলের নিয়মিত অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2018, 09:21 AM
Updated : 7 March 2018, 09:21 AM

মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কলম্বোতে আসেন সাকিব। বুধবার প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনেও এসেছিলেন। উৎসাহ জুগিয়েছেন সবাইকে।

দুপুরে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, নিয়মিত অধিনায়ককে পাশে পেয়ে গোটা দলই অনুপ্রাণিত।

“হ্যাঁ, সাকিব শ্রীলঙ্কায়। গতকাল এসেছে। দলের সঙ্গে আছে। তাকে দলের সঙ্গে পাওয়া দারুণ ব্যাপার। সে এখানে এসেছে দলকে কিছু বলতে। তাকে পেয়ে আমরা অনুপ্রাণিত।”

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানান, বুধবার রাতেই ফিরে যাবেন সাকিব। চোট পাওয়া আঙুলের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে কলম্বো থেকেই যাবেন অস্ট্রেলিয়ায়।

বৃহস্পতিবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে।