মোহামেডানকে ১৩৮ রানের লক্ষ্য দিয়ে জিতল গাজী

কোনো বল নিচু হচ্ছে, কোনোটা লাফিয়ে উঠছে। অসমান বাউন্সের উইকেটে কোনো বল ব্যাটে এসেছে থেমে, কোনোটা দ্রুত। ব্যাটিং দুরূহ উইকেটে ভুগেছেন ব্যাটসম্যানরা। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কম রানের লক্ষ্য দিয়েও তাই জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2018, 10:38 AM
Updated : 6 March 2018, 10:39 AM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে ২৯ রানে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। ৩৫ ওভার ৪ বলে ১৩৭ রানে গুটিয়ে যায় গাজী। জবাবে ৩৩ ওভার ২ বলে ১০৮ রানে থামে মোহামেডান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গাজীর। পেসার কাজী অনিকের দারুণ বোলিংয়ে ৫০ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি।

৫৯ রানের দারুণ জুটিতে দলকে পথ দেখান নাদিফ চৌধুরী ও আসিফ আহমেদ। তাদের ব্যাটে একশ পার হয় গাজীর সংগ্রহ। ৪৮ বলে পাঁচটি চারে ৩৫ রান করা আসিফকে ফিরিয়ে জুটি ভাঙেন বিপুল শর্মা।

দুটি চার ও একটি ছক্কায় ২৮ রান করে বিদায় নেন নাদিফ। শেষের দিকে নাঈম হাসান ১২ ও টিপু সুলতান অপরাজিত ১০ রানের ছোট দুই ইনিংসে রাখেন অবদান।   

২৮ রানে ৪ উইকেট নিয়ে মোহামেডানের সেরা বোলার অনিক। মোহাম্মদ আজিম ৩ উইকেট নেন ৩২ রানে।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি মোহামেডানের। অষ্টম ওভারে তিন বলের মধ্যে দুই উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার টিপু সুলতান।

জনি তালুকদারকে এলবিডব্লিউ করে ২৮ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি। এরপর ছোবল হানেন অফ স্পিনার নাঈম। ফিরিয়ে দেন মোহামেডানের তিন ব্যাটিং ভরসা শামসুর রহমান, ইরফান শুক্কুর ও রকিবুল হাসানকে।

২৪ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে ১০৮ রানে গুটিয়ে যায় মোহামেডান। আট ম্যাচে এটি দলটির চতুর্থ পরাজয়। সমান ম্যাচে তৃতীয় জয় পেল গাজী।

গাজীর হয়ে তিনটি করে উইকেট নেন নাঈম ও রাব্বি। মিডল অর্ডার গুঁড়িয়ে দেওয়া তরুণ অফ স্পিনার নাঈম জেতেন ম্যাচ সেরার পুরস্কার। 

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৫.৪ ওভারে ১৩৭ (শফিউল ১৮, মেহেদি ৫, মুমিনুল ১৩, জহুরুল ২, জাকের ০, ফাওয়াদ ১, নাদিফ ২৮, আসিফ ৩৫, নাঈম ১২, রাব্বি ০, টিপু ১০*; বিপুল ১/১৭, তাইজুল ১/২৩, শামসুর ১/১৬, এনামুল ০/১৪, অনিক ৪/২৮, আজিম ৩/৩২)

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৩৩.২ ওভারে ১০৮ (জনি ১৫, রনি ৫, আমিনুল ০, শামসুর ১৯, রকিবুল ২২, ইরফান ৮, বিপুল ৪, এনামুল ৬*, তাইজুল ৬, অনিক ১, আজিম ০; মেহেদি ২/১৭, নাঈম ৩/২৭, টিপু ২/২৭, রাব্বি ৩/৩৫)

ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৯ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: নাঈম হাসান