ডারবানে জয়ের পথে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2018 11:29 PM BdST Updated: 04 Mar 2018 11:29 PM BdST
এইডেন মারক্রামের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে লড়েছে দক্ষিণ আফ্রিকা। তবে শেষ বেলার চার উইকেট নিয়ে ডারবান টেস্ট মুঠোয় নিয়েছে অস্ট্রেলিয়া। কুইন্টন ডি কক, মর্নে মর্কেল যতটা পারছেন বড় করছেন ম্যাচের দৈর্ঘ্য। দুই জনে ডারবান টেস্ট নিয়ে গেছেন পঞ্চম ও শেষ দিনে।
প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৯ উইকেটে ২৯৩ রান। জয়ের জন্য শেষ দিনে স্বাগতিকদের চাই ১২৪ রান। অস্ট্রেলিয়ার কেবল ভাঙতে হবে শেষ জুটি।
কিংসমিডে রোববার ৯ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। ন্যাথান লায়নকে ফিরিয়ে অতিথিদের ২২৭ রানে গুটিয়ে দেন মর্কেল।
৪১৭ রানের বিশাল লক্ষ্য তাড়ায় এক প্রান্ত আগলে রাখেন মারক্রাম। অন্য প্রান্তে দ্রুত ফিরে যান ডিন এলগার, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স ও ফাফ দু প্লেসি। চার ব্যাটিং ভরসার কেউই দুই অঙ্কে যেতে পারেননি।
প্রথম ইনিংসে বিপর্যয়ের মধ্যে অপরাজিত ৭১ রানের দারুণ ইনিংস খেলা ডি ভিলিয়ার্স এবার রান আউট হয়ে ফিরেন শূন্য রানে।
টিউনিস ডি ব্রুইনের সঙ্গে ৮৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন মারক্রাম। ৩৬ রান করা টিউনিসকে ফিরিয়ে জমে উঠা জুটি ভাঙেন জশ হেইজেলউড।
ষষ্ঠ উইকেটে ডি ককের সঙ্গে মারক্রামের ১৪৭ রানের জুটি ম্যাচে ফেরায় দক্ষিণ আফ্রিকাকে। কোনো ভাবেই জমে যাওয়া জুটি ভাঙতে পারছিলেন না স্টিভেন স্মিথ। দিনের শেষ দিকে সাফল্য এনে দেন মিচেল মার্শ। উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তৃতীয় টেস্ট সেঞ্চুরি পাওয়া মারক্রাম। ডানহাতি ওপেনার ২১৮ বলে ১৯টি চারে ফিরেন ১৪৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে।
মারক্রামের বিদায়ের পর এক ওভারে ভার্নন ফিল্যান্ডার, কেশভ মহারাজ ও কাগিসো রাবাদার উইকেট নিয়ে চতুর্থ দিনেই ম্যাচ শেষ করার আশা জাগান মিচেল স্টার্ক। ৭৪ রানে ৪ উইকেট নিয়ে এই বাঁহাতি পেসারই দলের সেরা বোলার।
দিনের আলো কমে আসায় পেসারদের ব্যবহারের সুযোগ ছিল না। স্পিনার দিয়ে চেষ্টা করেছিলেন স্মিথ। কিন্তু ৭ রানে ৪ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা মাটি কামড়ে পার করে দেয় সময়টা।
অবিচ্ছিন্ন দশম ওভারে ৯ ওভারে মাত্র ৩ রান তুলেছেন ডি কক-মর্কেল। ১৩৮ বলে ১১টি চারে ৮১ রানে অপরাজিত উইকেটকিপার-ব্যাটসম্যান ডি কক। ২৭ বল খেলে শূন্য রানে অপরাজিত মর্কেল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৫১
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৬২
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ওভারে ৭৪.৪ ওভারে ২২৭ (ব্যানক্রফট ৫৩, ওয়ার্নার ২৮, খাওয়াজা ৬, স্মিথ ৩৩, শন ৩৩, মিচেল ৬, পেইন ১৪, কামিন্স ২৬, স্টার্ক ৭, লায়ান ২, হেইজেলউড ৯*, মর্কেল ৩/৪৭, ফিল্যান্ডার ০/৩৫, মহারাজ ৪/১০২, রাবাদা ২/২৮, এলগার ১/১০)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৮৯ ওভারে ২৯৩/৯ (মারক্রাম ১৪৩, এলগার ৯, আমলা ৮, ডি ভিলিয়ার্স ০, দু প্লেসি ৪, ডি ব্রুইন ৩৬, ডি কক ৮১*, ফিল্যান্ডার ৬, মহারাজ ০, রাবাদ ০, মর্কেল ০*; স্টার্ক ৪/৭৪, হেইজেলউড ২/৫৭, লায়ান ০/৮৬, কামিন্স ১/৪৭, মিচেল ১/২১, স্মিথ ০/৩)
-
হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’