শেষ বলে রায়হানের চারে শাইনপুকুরের জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2018 06:41 PM BdST Updated: 04 Mar 2018 06:42 PM BdST
-
ফাইল ছবি
ক্ষণে ক্ষণে রঙ পাল্টানো ম্যাচে নাটকীয় জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শেষ বলে চার হাঁকিয়ে লেজেন্ডেস অব রূপগঞ্জের বিপক্ষে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন রায়হান উদ্দিন।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে ১ উইকেটে জিতেছে শাইনপুকুর। ২৬৯ রানের লক্ষ্য শেষ বলে পেরিয়ে যায় শুভাগত হোম চৌধুরীর দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ রানে আব্দুল মজিদকে হারায় রূপগঞ্জ। দ্বিতীয় উইকেটে নাঈম ইসলামের সঙ্গে ৯৮ ও পারভেজ রসুলের ৯৭ রানের দুটি ভালো জুটি উপহার দেন তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম।
নিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন নাঈম। তাকে আগেই থামান শুভাগত। ১৩০ বলে খেলা নাঈমের ৯৩ রানের ইনিংসে ৮টি চারের পাশে একটি ছক্কা।
শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা ভারতীয় অলরাউন্ডার রসুল অপরাজিত থাকেন ৮৮ রানে। তার ৬৬ বলের দারুণ ইনিংসটি গড়া ১১টি চার ও দুটি ছক্কায়।
১০ ওভার মাত্র ২১ রান দিয়ে একটি উইকেট নেন শুভাগত। সুজন হাওলারের ওপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। ৮১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
রান তাড়ায় ৬২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে শাইনপুকুর। উদয় কাউলের সঙ্গে ১২১ রানের জুটিতে দলকে কক্ষপথে ফেরান ম্যাচসেরা সাদমান ইসলাম। রসুলের বলে স্টাম্পড হয়ে তিনি থামেন ৯৫ রানে। বাঁহাতি ওপেনারের ১১৬ বলের ইনিংসে চার ৮টি।
দুই ছক্কায় ১৮ রান করে ফিরে যান শুভাগত। থিতু হয়ে বিদায় নেন আফিফ হোসেন। শেষের দিকে দ্রুত উইকেট পতনের মধ্যে ৫ বলে রায়হানের ১০ রান দলকে ফেরায় জয়ে।
জয়ের জন্য মোহাম্মদ শহীদের করা শেষ ওভারে দরকার ছিল ৭ রান। ৪ বলে ৬ রান তুলে ফেলে শাইনপুকুর। পঞ্চম বলে রান আউট হয়ে যান মোহাম্মদ সাইফ উদ্দিন। কিন্তু শহীদকে আরেকটি চার হাঁকিয়ে শেষ বলে দলকে লক্ষ্যে নিয়ে যান রায়হান।
রূপগঞ্জের পেসার শহীদ ৩ উইকেট নেন ৫০ রানে। দুটি করে উইকেট নেন রসুল ও মোশাররফ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
লেজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৬৮/৩ (মজিদ ২৫, নাইম ৯৩, নাঈম ৩৮, রসুল ৮৮*, নাজমুল ১২*; সাইফ ০/৪৬, সুজন ০/৮১, নাঈম জুনিয়র ১/৩৫, শুভাগত ১/২১, আফিফ ০/৩৩, রায়হান ১/৫১)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৭২/৯ (সাদমান ৯৫, সাব্বির ৯, হৃদয় ১১, কাউল ৬১, আফিফ ২৯, শুভাগত ১৮, সাইফ ১৯, নাঈম জুনিয়র ২, রায়হান ১০*, সুজন ০*; শহীদ ৩/৫০, শরীফ ০/৪৪, রসুল ২/৩৭, নাঈম ১/৪৯, মোশাররফ ২/৪৪, তুষার ০/৪, আসিফ ০/৪০)
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাদমান ইসলাম
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ