প্রস্তুতির শেষ সুযোগে মাহমুদউল্লাহর ১৫

ত্রিদেশীয় টুর্নামেন্টের ঠিক আগে প্রস্তুতির ভালো একটি সুযোগ এসেছিল। কিন্তু খুব একটা কাজে লাগাতে পারলেন না মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টুর্নামেন্টের আগে পাকিস্তান সুপার লিগে নিজের শেষ ম্যাচে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক করেছেন ১৫ রান। হেরেছে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2018, 03:45 PM
Updated : 3 March 2018, 03:45 PM

শনিবার শারজাহতে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ১৩ বলে ১৫ রান করেন মাহমুদউল্লাহ। ছয় নম্বরে উইকেটে গিয়ে প্রথম বলেই শোয়েব মালিককে মেরেছিলেন ছক্কা। কিন্তু এরপর আর সেভাবে ছন্দ পাননি। আউট হয়েছেন মোহাম্মদ ইরফানের বাড়তি বাউন্সে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

টস হেরে ব্যাটিংয়ে নামা কোয়েটা ১৫.৪ ওভারে ১০২ রান করেই অলআউট হয়ে যায়। অধিনায়ক সরফরাজ আহমেদ করেন ৩৩ রান।

মুলতানের দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির হ্যাটট্রিকসহ নেন ১৯ রানে ৩ উইকেট। ১৪ রানে ৩ উইকেট নেন সোহেল তানভির।

মুলতান ম্যাচ জিতে যায় ৯ উইকেটে। ৪৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন কুমার সাঙ্গাকারা। ২১ বলে অপরাজিত ২৬ সোহেব মাকসুদ।

এক ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ। ৬ রান দিয়ে উইকেট পাননি।

এই ম্যাচের আগে আর একটি ম্যাচেই কেবল একাদশে ছিলেন মাহমুদউল্লাহ। সেই ম্যাচে ব্যাটিং বা বোলিংয়ের সুযোগ পাননি।