সুপার ওভার রোমাঞ্চে মুস্তাফিজদের হার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2018 02:46 AM BdST Updated: 03 Mar 2018 02:46 AM BdST
টানা তিন ম্যাচে আঁটসাঁট বোলিং করা মুস্তাফিজুর রহমান ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ছন্দ ধরে রাখতে পারলেন না। চার ওভারে খরুচে থাকার পরও সুপার ওভারে তার উপরেই ভরসা রাখেন লাহোর কালান্দার্সের অধিনায়ক। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি বাঁ-হাতি এই পেসার।
শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২১ রান করে ইউনাইটেড। ৩৬ বলে ৩টি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৪ রান করেন জেপি দুমিনি। ২১ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন হুসাইন তালাত।
চার ওভারে ৩৯ রান দেওয়া মুস্তাফিজুর ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে শাদাব খানের উইকেটটি নেন।
জবাবে আঘা সালমানের ৩৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৮ রানে জয়ের আশা জাগায় লাহোর। কিন্তু শেষ দিকে নিয়মিত উইকেট হারিয়ে তারা ১৯.৪ ওভারে ১২১ রানে গুটিয়ে গেলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। শূন্য রানে অপরাজিত ছিলেন মুস্তাফিজ।
সুপার ওভারে আগে ব্যাট করে ১ উইকেটে ১৫ রান করে লাহোর। জবাবে প্রথম ৫ বলে ১৩ রান তুলে ফেলে ইউনাইটেড। আর শেষ বলে আন্দ্রে রাসেলের ছক্কায় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
সর্বাধিক পঠিত
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’