বারবাডোজে সাকিব, সেন্ট কিটসে মাহমুদউল্লাহ

গত দুই মৌসুমে ছিলেন জ্যামাইকা তালাওয়াহসে। সাকিব আল হাসান এবার ফিরছেন তার শুরুর দলে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবার এই অলরাউন্ডার খেলবেন বারবাডোজ ট্রাইডেন্টসে। গতবার সাকিবের বদলি হিসেবে জ্যামাইকাতেই খেলা মাহমুদউল্লাহকে দলে নিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2018, 05:50 PM
Updated : 1 March 2018, 05:50 PM

বৃহস্পতিবার এবারের সিপিএলের নিলাম হলো লন্ডনে। নিলামের দ্বিতীয় রাউন্ডে ১ লাখ ৩০ হাজার ডলারে সাকিবকে দলে নিয়েছে বারবাডোজ। ২০১৩ সালে এই দলের হয়ে সিপিএলে প্রথমবার অংশ নিয়েছিলেন তিনি। সেবার এক ম্যাচে ৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

গত মৌসুমেই প্রথমবার সিপিএল খেলার স্বাদ পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সাকিব জাতীয় দলের হয়ে খেলার জন্য দেশে ফিরলে জ্যামাইকা তার জায়গায় দলে নেয় মাহমুদউল্লাহকে। এবার নিলামেই দল পেলেন বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক। নিলামের ৫ম রাউন্ডে ৭০ হাজার ডলারে মাহমুদউল্লাহকে নিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

বারবাডোজে সাকিব সতীর্থ হিসেবে পাবেন মার্টিন গাপটিল, হাশিম আমলা, ডোয়াইন স্মিথ, জেসন হোল্ডারদের। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে মাহমুদউল্লাহর সতীর্থদের মধ্যে আছেন ক্রিস গেইল, এভিন লুইস, কার্লোস ব্র্যাথওয়েট, বেন কাটিং, তাবরাইজ শামসি।