ত্রিদেশীয় সিরিজেও নেই ম্যাথিউস

বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজে চোট পেয়ে ছিটকে গেছেন মাঠের বাইরে। চোটের কারণে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ফেরা হচ্ছে না দেশের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও। বাংলাদেশের বিপক্ষে সিরিজের মতোই দলকে নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2018, 01:23 PM
Updated : 27 Feb 2018, 01:23 PM

টুর্নামেন্টের অন্য দুই দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও শ্রীলঙ্কা মঙ্গলবার ঘোষণা করেছে ২০ সদস্যের প্রাথমিক দল। সেখানে নেই চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা ম্যাথিউস।

গত মাসে ঢাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ম্যাথিউস। খেলতে পারেননি টুর্নামেন্টের বাকিটায়। ছিলেন না টেস্ট সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজও।

ক্যারিয়ার জুড়েই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে ম্যাথিউসকে। সেই লড়াই অসহনীয় হয়ে উঠেছে গত দেড় বছরে। শ্রীলঙ্কার সবশেষ ১৮ টেস্টের ৮টিতেই তিনি ছিলেন না। বাইরে ছিলেন ৪০ ওয়ানডের ২৪টিতে, ১৯ টি-টোয়েন্টির ১৪টিতে।

বাংলাদেশ থেকে নিয়ে ফেরা চোটের কারণে খেলতে পারবেন না পেসার শেহান মাদুশঙ্কাও। চোটের কারণেই শ্রীলঙ্কা পাবে না আসেলা গুনারত্নেকে। তবে একটি সুখবর আছে দলের জন্য। চোট কাটিয়ে ফিরছেন কুসল পেরেরা।

ভারত ও শ্রীলঙ্কার লড়াই দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ৬ মার্চ।